ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জর্জ বুশ সিনিয়র মারা গেছেন

প্রকাশিত: ০৬:১৬, ২ ডিসেম্বর ২০১৮

জর্জ বুশ সিনিয়র মারা গেছেন

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র মারা গেছেন। শুক্রবার ৯৪ বছর বয়সে মারা যান তিনি। একই দিন রাতে তার ছেলে যুক্তরাষ্ট্রের অপর সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র তার বাবার মৃত্যুর কথা জানান। খবর বিবিসি ও এএফপির। গত কয়েক বছর ধরে তার শরীর ভাল যাচ্ছিল না। গত এপ্রিলে রক্তের সংক্রমণ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাত্র সাত মাস আগেই তার স্ত্রী বারবারা বুশও মারা যান। ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত এক দফায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। অবশ্য তার আগে দু’দফায় তিনি প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জর্জ বুশ সিনিয়র প্রেসিডেন্ট হিসেবে চার বছর দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক পরিসরে একাধিক ঐতিহাসিক ঘটনায় তাকে ব্যতিব্যস্ত থাকতে হয়। পূর্ব ইউরোপে কম্যুনিজমের অবসান এবং ১৯৯০ সালে সাদ্দাম হোসেনের কুয়েত দখলের ঘটনা তার সময় ঘটেছিল। পূর্ব ইউরোপে কম্যুনিজমের অবসানের পর বুশ বলেছিলেন, নতুন এক সুবাতাস বইতে শুরু করেছে, মুক্তির গন্ধ নিয়ে এক নতুন পৃথিবীর জন্ম হচ্ছে। সাদ্দাম হোসেনের কুয়েত দখলের পর তাকে সেখান থেকে হঠাতে তিনিই আন্তর্জাতিক এক সামরিক কোয়ালিশন গঠন করেন। ১৯৯২ সালের নির্বাচনে তিনি বিল ক্লিনটনের কাছে পরাজিত হন। টেক্সাসে জ্বালানি তেলের ব্যবসা শুরু করে মাত্র ৪০ বছর বয়সে বুশ কোটিপতি বনে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি মার্কিন নৌবাহিনীতে ছিলেন। ১৯৪৪ সালে জাপানীদের গুলিতে তার বিমান বিধ্বস্ত হয়। এরপর তিনি ১৯৬৪ সালে রাজনীতিতে ঢোকেন।
×