ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি

প্রকাশিত: ০৬:১৬, ২ ডিসেম্বর ২০১৮

১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতাযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় ত্যাগের ইতিহাস নব প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে প্রতি বছর ১ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম। একইসঙ্গে আগামী দিনে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতির স্বার্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য আহ্বান জানান। শনিবার বেসরকারীভাবে মুক্তিযোদ্ধাদের আহ্বানে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন উপলক্ষে রাজধানীর সচিবালয় লিংক রোডে ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের (এনএফএফএফ) উদ্যোগে আয়োজিত এক বিজয় র‌্যালির উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় উপস্থিত সকল মুক্তিযোদ্ধারা সমস্বরে প্রতিমন্ত্রীর বক্তব্য সমর্থন করেন। সংগঠনটির চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালিতে তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বক্তব্য রাখেন। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দীন আহমেদ ও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওয়াল্ড ইউনিভার্সিটির উপাচার্য মুক্তিযোদ্ধা ড. আব্দুল মান্নান। তারা ১ ডিসেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতির যৌক্তিকতা তুলে ধরে তা ঘোষার আহ্বান জানান। র‌্যালিপূর্ব সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রুহুল আমীন মজুমদার, বর্তমান কার্যকরী কমিটির মহাসচিব মহিউদ্দীন আহমেদ, মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
×