ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রয়াত মেয়র আনিসুল হকের নামে সড়কের নামকরণ

প্রকাশিত: ০৬:১২, ২ ডিসেম্বর ২০১৮

প্রয়াত মেয়র আনিসুল হকের নামে সড়কের নামকরণ

স্টাফ রিপোর্টার ॥ নিজের নেতৃত্বেই উদ্ধার হওয়া রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সাত রাস্তা থেকে রেলগেট পর্যন্ত সড়কটি নামকরণ হয়েছে প্রয়াত মেয়র মোহাম্মদ আনিসুল হকের নামে। শনিবার প্রয়াত মেয়রের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সড়কটির নামফলক উন্মোচন করা হয়। নামফলকের শুরুতেই লেখা আছে-নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে... হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে...। নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে তানিশা ফারিয়ামান, ছোট ভাই সাবেক সেনা প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
×