ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এফবিআইর

প্রকাশিত: ০৬:০৯, ২ ডিসেম্বর ২০১৮

কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এফবিআইর

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত অস্থায়ী আদালতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইন্টেলিজেন্স (এফবিআই)। এ সময় সংস্থাটির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ও বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন। কারা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার সকাল ১০টা ১০ মিনিট থেকে ১১ টা পর্যন্ত তারা কারাগারে অবস্থান করেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় সেখানে অস্থায়ী আদালত বসানো হয়েছে। বর্তমানে সেখানেই নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে। সূত্র জানায়, কারাগারে স্থাপিত আদালতের সার্বিক পরিস্থিতি তারা জানতে চান। এরপর প্রতিনিধিদল কারাভ্যন্তরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি কারা জাদুঘর পরিদর্শন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কারা সূত্র জানায়, নাইকো দুর্নীতি মামলায় সাক্ষী দিতে এফবিআইয়ের কয়েকজন বাংলাদেশে আসবেন। তাদের নিরাপত্তার স্বার্থে এফবিআইয়ের প্রতিনিধি দল কারাগারে স্থাপিত আদালত পরিদর্শন করেন। সূত্র জানায়, নাইকো মামলার প্রধান সাক্ষী ১১ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। পরদিন ১২ ডিসেম্বর কোর্টে হাজির হবেন। গত ২২ নবেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে করা মামলায় কানাডীয় পুলিশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হয়। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল কবিরের আদালতে এ তদন্ত প্রতিবেদনটি জমা দেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমে। এ প্রতিবেদনের ওপর শুনানির জন্য আগামী ৯ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। মামলাটি ৩ জানুয়ারি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
×