ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলনায় বাসায় ঢুকে ব্যাংক কর্মকর্তাকে গুলি

প্রকাশিত: ০৭:৫১, ১ ডিসেম্বর ২০১৮

খুলনায় বাসায় ঢুকে ব্যাংক কর্মকর্তাকে গুলি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা প্রভাষ কুমার দত্ত (৫৬) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বকসীপাড়ায় নিজ বাসভবনে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলি তার পেটে বিদ্ধ হয়। প্রভাষ কুমার দত্ত বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমতাজুল হক জানান, বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার উপ-মহাব্যবস্থাপক প্রভাষ কুমার দত্ত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বকসীপাড়ার নিজ বাসভবন থেকে বাইরে যান। রাত সোয়া ১০টার দিকে তিনি আবার বাড়ি ফিরে দোতলায় নিজের শয়ন কক্ষে ঢোকার সময় পূর্ব থেকে অবস্থান নেয়া সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলি প্রভাষ দত্তের পেটে বিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন। এর পর তার স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বাসা থেকে হাসপাতালে উপস্থিত হয়ে প্রভাষ দত্তের অস্ত্রোপচার করেন। রাত ১২টার দিকে অস্ত্রোপচার শেষে তাকে অপারেশন থিয়েটার থেকে বের করে আনা হয়। তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান ওসি। কি কারণে প্রভাষ দত্তের ওপর এ হামলা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির পিপিএমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। উল্লেখ্য, গত বছর প্রভাষ কুমার দত্তের স্ত্রী মারা যান।
×