ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘রোনাল্ডোর তুলনা সে নিজেই’

প্রকাশিত: ০৬:৫১, ১ ডিসেম্বর ২০১৮

 ‘রোনাল্ডোর তুলনা সে নিজেই’

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিশ্বসেরা হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান কিংবদন্তি কোচ স্যার এ্যালেক্স ফার্গুসনের। ফার্গির অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডে ছয় বছর খেলেই নিজেকে শাণিত করেন পর্তুগীজ তারকা। এরপর রিয়াল মাদ্রিদে এসে নিজেকে সবার সেরা হিসেবে আবির্ভূত করেন। স্পেন ছেড়ে সিআর সেভেন এখন মাতাচ্ছেন ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের জার্সিতে। অনেকের মতে, ইতালিতে এসে নিজেকে ম্লান করেছেন রোনাল্ডো। কিন্তু পর্তুগীজ সুপারস্টার তা মনে করেন না। এমন ভাবেন না তার শুভাকাঙ্খীরাও। এই যেমন ক্লাব দল জুভেন্টাসের সতীর্থ ব্লেইস মাতুইদি বলেছেন, রোনাল্ডোর তুলনা শুধু সেই। তার কোন বিকল্প নেই। আর আসন্ন ব্যালন ডি’অর জয়ী হিসেবে পাঁচবারের ফিফা সেরা তারকাকেই এগিয়ে রাখছেন তিনি। আগামী সোমবার এবারের ইউরোপ সেরা ফুটবলার ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সময় ঘনিয়ে আসায় এখন থেকেই গুঞ্জন আর আলোচনা- এবার কে হতে যাচ্ছেন বিজয়ী। রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলে ও ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপ মাতানো লুকা মডরিচকে এখানেও এগিয়ে রাখা হচ্ছে। কিন্তু মাতুইদি মনে করছেন, এটির যোগ্য দাবিদার রোনাল্ডোই। সাক্ষাতকারে তিনি বলেন, রোনাল্ডোই ব্যালন ডি’অর জয়ের যোগ্য। সে সবসময়ই জিততে চায় এবং এখানেই সে পার্থক্য গড়ে দেয়। তার সঙ্গে কারও তুলনা হয় না, সে একাই এক শ’। রোনাল্ডোকে দলে নেয়ার পর মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে জুভেন্টাস। ইতালিয়ান সিরি’এ লীগে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল তারা। ফলে চ্যাম্পিয়ন্স লীগের নকআউট নিশ্চিত করেছে জুভেন্টাস। সাম্প্রতিক সময়ে সিআর সেভেনের জুভেন্টাস জয় পেয়েছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোল ব্যবধানে। এই মাসের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের ধাক্কা কাটিয়ে ইউরোপে দুর্দান্ত ফর্মে থাকা জুভেন্টাস নিয়ে খুশি মাতুইদি। ব্যালন ডি’অরের এবারের প্রেক্ষাপট অবশ্য ভিন্ন। গত মৌসুম এবং চলতি বছর মিলিয়ে নিজের দেশ এবং ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন মডরিচ। দেশকে বিশ্বকাপ ফাইনালে নিয়েছিলেন। একই সঙ্গে রিয়াল জার্সিতে জিতেছেন চ্যাম্পিয়ন্স লীগ। যার ফলে চলতি বছর ফিফার ‘দ্য বেস্ট’ এবং উয়েফার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। ইতোমধ্যে দুটি পুরস্কার পেলেও ব্যালন ডি’অর পাবেন কি না তা সময়ই বলবে। তবে স্পেনের এক রেডিও তাদের পরিসংখ্যানে জানিয়েছে, চলতি বছর ব্যালন ডি’অর পাবেন মডরিচই। দ্বিতীয় স্থানে থাকবেন রোনাল্ডো এবং তৃতীয় হবেন এ্যান্টোনিও গ্রিজম্যান। অবশ্য গত কয়েক মাস নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হচ্ছেন মডরিচ। তেমন ছন্দে পাওয়া যাচ্ছিল না ক্রোয়েট অধিনায়ককে। এতে তিনি ব্যালন ডি’অর লড়াইয়ে পিছিয়ে পড়েছিলেন বলেও শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত নাকি তিনিই বাজিমাত করতে চলেছেন। এদিকে এক সময়ের শিষ্যকে এই প্রজন্মের ‘বিশেষ ফুটবলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ফার্গুসন। সাক্ষাতকারে ফার্গুসন জানিয়েছেন, রোনাল্ডোর ফুটবলের প্রতি দারুণ দায়বদ্ধতা আছে।
×