ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যালন ডি’অর জয়ীর নাম ফাঁস!

প্রকাশিত: ০৬:৫১, ১ ডিসেম্বর ২০১৮

 ব্যালন ডি’অর জয়ীর নাম ফাঁস!

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। তবে তার কয়েকদিন আগেই ফাঁস হয়ে গেল এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। স্প্যানিশ রেডিও ‘ওন্দা সিরো’ বলছে এবার এই পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ। ফাঁস হওয়া এই তথ্য মতে সেরা তিনে থাকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর এ্যান্থনি গ্রিজম্যানকে পেছনে ফেলে ব্যালন ডি’অরের ট্রফি জিততে যাচ্ছেন এই ক্রোয়াট মিডফিল্ডার। এর ফলে অবসান ঘটছে দীর্ঘ সময় ধরে রাজত্ব করা মেসি-রোনাল্ডো যুগের। ক্লাব ফুটবল ও জাতীয় দলের জার্সিতে গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে মডরিচের। এই সময়ে চমকপ্রদ পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। ইতিহাসের প্রথম দল হিসেবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লুকা মডরিচ। শুধু তাই নয়, ২০১৮ ফুটবল বিশ্বকাপে ফাইনাল খেলেছে ক্রোয়েশিয়া। সেখানেও সামনে থেকে নিজের দেশকে নেতৃত্ব দিয়েছেন এই মিডফিল্ডার। সেসব কীর্তিরই স্বীকৃতি পাচ্ছেন লুকা মডরিচ। রিয়াল মাদ্রিদকে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লীগে জেতানোর পাশাপাশি ক্রোয়েশিয়াকে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের টিকেট উপহার দেয়ার সৌজন্যে ইতোমধ্যেই ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ এ্যাওয়ার্ড জিতে নিয়েছেন মডরিচ। ফিফার ‘দ্য বেস্ট’-এর সেরা তিনে ছিলেন লুকা মডরিচ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং মোহাম্মদ সালাহ। শেষ পর্যন্ত তার সাবেক ক্লাব সতীর্থ রোনাল্ডো আর গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালিস্ট লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই পুরস্কার নিজের শোকেসে তুলে নেন মডরিচ।
×