ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইনজুরিতে পৃথ্বী শ

প্রকাশিত: ০৬:৫১, ১ ডিসেম্বর ২০১৮

 ইনজুরিতে পৃথ্বী শ

স্পোর্টস রিপোর্টার ॥ গত অক্টোবরে রাজকোটে মাত্র ১৮ বছর বয়সে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়ে তোলপাড় ফেলে দেন পৃথ¦ী শ। ব্যাটিং স্টাইল, শারীরিক গড়ন সব মিলিয়ে শচীনের ছায়া হিসেবে আবির্ভূত লিটল ম্যান দুই ম্যাচে খেলেন ১৩৪, ৭০ ও অপরাজিত ৩৩ রান দুর্দান্ত ইনিংস। এবার অস্ট্রেলিয়া সফরে তাকে ঘিরে ছিল বাড়তি আগ্রহ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও মাত্র ৬৯ বলে করেন ৬৬ রান। দুর্ভাগ্য পৃথ্বীর, দুর্ভাগ্য ভারতের। শুক্রবার ম্যাচের তৃতীয়দিনে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন উঠতি তারকা। ৬ ডিসেম্বর এ্যাডিলেডে অনুষ্ঠিত হতে যাওয়া চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না পৃথ্বী। এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘সকালে পৃথ্বীর স্ক্যান হয়েছে। রিপোর্টে লিগামেন্টে চোটের কথা জানা গিয়েছে। এ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ও খেলতে পারবে না। দ্রুত সেরে উঠতে ওর রিহ্যাবে জোর দেয়া হচ্ছে।’ শুক্রবার ম্যাক্স ব্রায়ান্টের তুলে মারা শট ধরার চেষ্টা করতে গিয়েই চোট পেয়েছেন পৃথ্বী। শরীরের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে গিয়ে গোড়ালি মচকে যায় তার। পৃথ্বী চেষ্টা করেছিলেন ক্যাচ ধরে যেন সীমানা টপকে না যান। আর সেই চেষ্টাতেই পড়ে যান তিনি। ভারতের ফিজিও প্যাট্রিক ফারহাত দৌড়ে আসেন। যন্ত্রণাকাতর পৃথ্বীকে নিয়ে আসা হয় মাঠের বাইরে। তারপর স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুপুরে ক্র্যাচের সাহায্যে মাঠে ফেরেন তিনি। তখনই ভারতীয় বোর্ড প্রথম টেস্টে তাকে না পাওয়ার কথা জানায়। প্রথম টেস্টে তার সঙ্গী ওপেনার কে হবেন তা নিয়েই এতদিন চলছিল জল্পনা। চলতি ম্যাচে প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া লোকেশ রাহুল নাকি স্কোয়াডে প্রত্যাবর্তনকারী মুরলী বিজয়, কে তার সঙ্গে ওপেন করবেন, সেটাই ছিল চর্চার বিষয়। কিন্তু এখন পাল্টে গেল পুরো আবহ। বিরাট কোহালির দল বাধ্য হচ্ছে পরিকল্পনা বদলাতে। পৃথ্বী না থাকায় এ্যাডিলেডে বিজয়-রাহুলই সম্ভবত ওপেন করবেন।
×