ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোসাদ্দেকের শতকে উত্তরাঞ্চলকে বড় লক্ষ্য মধ্যাঞ্চলের

প্রকাশিত: ০৬:৪৯, ১ ডিসেম্বর ২০১৮

 মোসাদ্দেকের শতকে উত্তরাঞ্চলকে বড় লক্ষ্য মধ্যাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ সপ্তম বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৪ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ওয়ালটন মধ্যাঞ্চল। কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকতের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৩১৮ রানে গুটিয়ে যাওয়ার পর বিসিবি উত্তরাঞ্চলকে ২৮৪ রানের জয়ের লক্ষ্য দিয়েছে তারা। বগুড়ায় তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭ রান তোলা উত্তরাঞ্চলের আজ শেষদিনে প্রয়োজন আরও ২৭৭ রান। আর রাজশাহীতে ২৫৮ রানে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস শেষ হওয়ায় ফলোঅনে পড়েছে তারা ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে। দ্বিতীয় ইনিংসে অবশ্য দক্ষিণাঞ্চল বিনা উইকেটে ১৩৫ রান তুলে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে। এখনও তারা পিছিয়ে ৮০ রানে। মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল (বগুড়া) ॥ আগেরদিন ৩ উইকেটে ৫০ রান নিয়ে খেলতে নেমে ৯৪ রানেই ৫ উইকেট হারায় মধ্যাঞ্চল। তবে ষষ্ঠ উইকেটে শুভাগত হোম-মোসাদ্দেক ৬৭ এবং সপ্তম উইকেটে মোসাদ্দেক-মোশাররফ হোসেন ১২৭ রানের জুটি গড়লে ৩১৮ রানে থামে মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস। শুভাগত ৬২ বলে ৬ চারে ৪৫, মোসাদ্দেক ১৬০ বলে ১১ চারে ১০৪ এবং মোশাররফ ১১৫ বলে ৬ চারে ৫৪ রান করেন। উত্তরাঞ্চলের হয়ে মোহর শেখ ৫টি ও এবাদত হোসেন ৪টি উইকেট নেন। ২৮৪ রানের জয়ের লক্ষ্য উত্তরাঞ্চলের। দিনশেষে ১ উইকেটে ৭ রান তুলেছে তারা। পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল (রাজশাহী) ॥ পূর্বাঞ্চলের প্রথম ইনিংসে করা ৪৩৫ রানের জবাবে দ্বিতীয়দিন শেষে ৪ উইকেটে ৮৯ রান তুলে বিপদে ছিল দক্ষিণাঞ্চল। তৃতীয়দিন তারা রকিবুল হাসানের ৬৬ ও মেহেদী হাসানের ১২১ বলে ১১ চার, ২ ছক্কায় করা ৮৬ রানের পরও ২৫৮ রানে গুটিয়ে গেলে ফলোঅনে পড়ে। এনামুল হক জুনিয়র ৪টি, মাহমুদুল হাসান ৩টি ও হাসান মাহমুদ ২টি উইকেট নেন। ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করছে দক্ষিণাঞ্চল। তৃতীয়দিন শেষে অবশ্য বিনা উইকেটে ১৩৫ রান করার পরও তারা পিছিয়ে ৮০ রানে। শাহরিয়ার নাফীস ১২৬ বলে ১২ চারে ৮১ ও এনামুল হক বিজয় ১১৪ বলে ৬ চারে ৪৬ রান নিয়ে ব্যাট করছেন।
×