ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সমানতালে চলেছে আর্সেনাল-চেলসি

প্রকাশিত: ০৬:৪৮, ১ ডিসেম্বর ২০১৮

 সমানতালে চলেছে আর্সেনাল-চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ আগের রাউন্ডেই নকআউট রাউন্ড নিশ্চিত করে দুই ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও চেলসি। দল দু’টি তাদের দাপুটে ধারা ধরে রেখেছে। উয়েফা ইউরোপা লীগ ফুটবলে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে সহজ জয় পেয়েছে তারা। ‘ই’ গ্রুপের ম্যাচে ইউক্রেনের ক্লাব পলটাভাকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে অতিথি আর্সেনাল। ‘এল’ গ্রুপের ম্যাচে লন্ডনের বিখ্যাত স্ট্যামফোর্ডব্রিজে গ্রীসের ক্লাব পায়োককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক চেলসি। দু’টি দলেরই তাদের নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়েছে। এই জয়ে দারুণ রেকর্ড গড়েছে আর্সেনাল। টানা ১৮ ম্যাচ গানার্সদের হারাতে পারেনি কোন দল। আর্সেন ওয়েঙ্গারের অবসরের পর দলটির দায়িত্ব নিয়ে উনাই এমেরি দেখিয়ে চলেছেন দারুণ সাফল্য। সবধরনের প্রতিযোগিতায় আর্সেনাল বর্তমানে ১৮ ম্যাচ ধরে অপরাজিত। আগস্ট মাসে প্রিমিয়ার লীগে চেলসির কাছে ৩-২ ব্যবধানে হারার পরই শুরু হয় গানার্সদের অপরাজিত থাকার মিশন। প্রিমিয়ার লীগে পরবর্তীতে ১১ ম্যাচ খেলে ৮টিতেই জয় তুলে নিয়েছে উনাই এমেরির শিষ্যরা। যেখানে ড্র তিনটিতে। অন্যদিকে এই সময়ে ইএফএল কাপেও দুটি ম্যাচ জিতেছে তারা। চ্যাম্পিয়ন্স লীগ খেলতে না পারার দরুণ ইউরোপা লীগে খেলতে হচ্ছে আর্সেনালকে। সেভিয়াকে হ্যাটট্রিক ইউরোপা লীগ জেতানো কোচ উনাই এমেরি এখন আর্সেনালের দায়িত্বে। তাই এখানের পরিবেশটা বেশ ভালভাবেই জানা আছে তার। অভিজ্ঞতার কারণেই ইউরোপা লীগের গ্রুপপর্বের ৫ ম্যাচের ৪টিতেই জিতে ইতোমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে আর্সেনাল। ব্লুজদের হয়ে দীর্ঘদিন ধরেই গোল পাচ্ছিলেন না অলিভিয়ের জিরুড। ৮ নবেম্বর বাটে বরিসভের বিরুদ্ধে লক্ষ্যভেদ করে ৬ মাস পর গোলের দেখা পান ব্লুজদের জার্সি গায়ে। করেন সেই প্রিয় প্রতিপক্ষ বরিসভের বিরুদ্ধে। গত মৌসুমে বেলারুশিয়ান চ্যাম্পিয়নের বিপক্ষে ইউরোপের এই প্রতিযোগিতায় দুই ম্যাচেই গোল করেছিলেন তিনি। তাদের বিপক্ষেই গোলখরা কাটানোর পর অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন বিশ্বকাপ জয়ী তারকা। পরশু রাতে আবারও জোড়া গোল করেছেন জিরুড। মজার বিষয় হলো, রাশিয়া বিশ্বকাপে একমাত্র ফরোয়ার্ড যিনি কোন গোল না করেই জিতেছেন শিরোপা। সেই জিরুড ক্লাব ফুটবলেও ৭৯৪ মিনিট গোলহীন ছিলেন। জিরুড স্বরূপে ফেরায় উচ্ছ্বসিত চেলসি কোচ মউরিসিও সারি। তিনি বলেন, জিরুডের খেলা আমার ভাল লেগেছে। একজন ফরোয়ার্ডকে অবশ্যই গোল করতে হবে। গোল করার পর আত্মবিশ্বাস বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। আগের ম্যাচেও গোল পেয়েছিল। যে কারণে আত্মবিশ্বাস বেড়েছে। যার প্রতিদান আবার দিয়েছে।
×