ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পরিকল্পনায় সফল বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৬, ১ ডিসেম্বর ২০১৮

 পরিকল্পনায় সফল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুর টেস্টে ওপেনারদের দীর্ঘ ব্যর্থতার বৃত্ত ভেঙ্গেছে বাংলাদেশ দল। অভিষেক ইনিংসেই ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ভাল শুরু দিয়েছেন বাঁহাতি সাদমান ইসলাম অনিক। শেষ পর্যন্ত খুব বড় বিপর্যয় ছাড়াই ৫ উইকেটে ২৫৯ রান তুলে প্রথমদিন পার করেছে বাংলাদেশ। এটিকে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন সাদমান। দিনশেষে দল ভাল অবস্থানে আছে বড় জুটি গড়ার পরিকল্পনা সফল হওয়াতে। তবে এই অবস্থাকে নিজেদের জন্য স্বস্তিদায়কই মনে করছে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজের সফলতম বোলার লেগস্পিনার দেবেন্দ্র বিশু ২ উইকেট তুলে নিয়েছেন। তিনি জানালেন দ্বিতীয়দিন যত দ্রুত সম্ভব বাংলাদেশ দলকে গুটিয়ে দিতে চান তারা। শুক্রবার মিরপুর টেস্টের প্রথমদিন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। চারজন কোয়ালিটি স্পিনার নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ দল। নেই কোন স্বীকৃত পেসার। যার কারণে ব্যাটসম্যানও একজন বেশি নিতে পেরেছে স্বাগতিকরা। প্রথমদিন শেষে বেশ ভাল অবস্থানেও আছে তারা। এ বিষয়ে বিশু বলেন, ‘আমি তাদের বিষয়ে কিছু বলতে পারি না। শুধু নিজেদের ব্যাপারে বলতে পারি। আমার মনে হয় আগেরটার চেয়ে এখানে উইকেটটা ভাল। আগামীকাল আমরা যত দ্রুত পারি তাদের গুটিয়ে দিতে হবে। প্রথম ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি দাবি করেন চট্টগ্রামের তুলনায় মিরপুরের উইকেট বেশ ভাল এবং ব্যাটিংয়ের জন্য অনেকটাই সহায়ক। বিশু বলেন, ‘আগেরটার চেয়ে এই পিচটা বেশ ভাল। এটা শুধু কিছুটা ধীর এবং অনেকটাই ফ্ল্যাট। ব্যাটিংয়ের জন্য এটি ভাল। প্রথম তিনদিন উইকেট খেলার জন্য বেশ ভাল থাকবে। কিন্তু দেখতে হবে তৃতীয়দিনের বিকেল থেকে কেমন যায়। উইকেট যেমনই আচরণ করুক, আমাদের উপযুক্ত ব্যাটিং দেখাতে হবে। ম্যাচ জেতার জন্য আমাদের খেলতে হবে। এখনও সামনে লম্বা পথ বাকি, কিন্তু আমাদের কি করতে হবে সে বিষয়ে আমরা মনোযোগী। স্পিনারদের বিরুদ্ধে আমাদের যথাযথভাবে ব্যাটিংয়ের পথ খুঁজে বের করতে হবে। কিন্তু ৫ উইকেটে ২৫৯ বলব বেশ ভাল একটি কার্যকর দিন। আমাদের শুধু দুটি উইকেট আগেভাগে নেয়া লাগতো এবং লেজটা ছুঁতে হতো।’ সেই লেজটাই ছুঁতে পারেনি এখন পর্যন্ত ক্যারিবীয়রা। এখনও উইকেটে আছেন দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। তারা এখন পর্যন্ত ষষ্ঠ উইকেটে এই ইনিংসে সর্বোচ্চ ৬৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন। তাই সাদমান বললেন, ‘টস জেতার পর আমরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পরিকল্পনা ছিল বড় জুটির। হয়তো আমাদের একটা বড় জুটি হয়েছে সাকিব ভাই আর রিয়াদ ভাইয়ের। কালকে (আজ) আরও বড় জুটি হবে। যে রকম আমাদের পরিকল্পনা ছিল সেটা সফল হবে ইনশাআল্লাহ।’ প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ের সংবাদ সম্মেলনে এসে নার্ভাস থাকলেও সাদমান ব্যাটিংয়ে ছিলেন সাবলীল। সাকিব, সৌম্যরা তাকে পরামর্শ দিয়েছেন ব্যাটিংয়ের সময় স্বভাবজাত খেলা খেলে যাওয়ার। আর প্রস্তুতি ম্যাচে ৭৩ রান করাটাও কাজে দিয়েছে তার। তার ৭৬ রানে দলও বেশ ভাল অবস্থানে। এ বিষয়ে সাদমান বলেন, ‘বাংলাদেশের অবস্থা আজকে অনেক ভাল আছে। আশাকরি কালকে (আজ) আমাদের পুরোদিন বাকি আছে। চেষ্টা করব আমাদের দলের যে পরিকল্পনা, হয়তো আল্লাহ আরও ভাল কিছু করে দেবেন। এ রকম কোন পরিকল্পনা আমরা রাখি না যে, রান কত হলে নিরাপদ। যতটুকু লম্বা করা যায় সেটাই আমাদের পরিকল্পনা।’
×