ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী নগরীর বস্তি এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া

প্রকাশিত: ০৫:৪১, ১ ডিসেম্বর ২০১৮

  রাজশাহী নগরীর  বস্তি এলাকায় অগ্নিনির্বাপণ  মহড়া

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর ভদ্রা বস্তি এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া দিয়েছে দমকল বাহিনী। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের ভদ্রা বস্তি এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ মহড়ার আয়োজন করে। এতে বিভিন্ন প্রকার অগ্নিকান্ড নির্বাপণের কৌশল দেখানো হয়। মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন শামীম। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সদর) আহসানুল কবির। মহড়ায় দেখানো হয়, বাসা-বাড়িতে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের আগুন লেগে গেলে তা কিভাবে সহজেই নির্বাপণ করা যায়। এছাড়া ছোটখাটো তেলের আগুন নেভানোর কৌশল সম্পর্কে ধারণা দেয়া হয়। মহড়ায় অংশ নেয়া ওই এলাকার আবুল হোসেন বলেন, আগুন নেভানোর কৌশল দেখে ও অংশ নিয়ে তার খুব উপকার হয়েছে। কিভাবে আগুন নেভাতে হয় তা শিখেছেন। মহড়ায় অংশ নেয়া আরেকজন বস্তির বাসিন্দা রোজিনা বেগম বলেন, মহড়ায় অংশ নিয়ে তার সাহস বেড়েছে। তারা যখন বাড়িতে রান্না করেন তখন পুরুষ থাকে না। তাদের একা একা রান্না করতে হয়। এ সময় যদি আগুন লাগে আর তা নেভানোর কৌশল তাদের জানা থাকলে খুব সহজেই তারা তা নেভাতে পারবেন।
×