ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশাল সিটি নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সরিয়ে নেয়ার দাবি

প্রকাশিত: ০৫:৪১, ১ ডিসেম্বর ২০১৮

 বরিশাল সিটি নির্বাচনে  দায়িত্বে থাকা  কর্মকর্তাদের  সরিয়ে নেয়ার  দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রশাসনের যেসব কর্মকর্তারা বরিশাল-৫ (সদর) আসনে দায়িত্বে ছিলেন একাদশ সংসদ নির্বাচনে তাদের অন্যত্র সরিয়ে নেয়ার দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। শুক্রবার সকালে তিনি সাংবাদিকদের কাছে বলেন, ওইসব কর্মকর্তারা দায়িত্বকালীন সময় বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই এবারের সংসদ নির্বাচনে এখানে সুষ্ঠু হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদারও বিগত সময়ে তার বক্তব্যে বরিশালের সিটি নির্বাচন নিয়ে নানান শঙ্কার কথা বলেছিলেন। তাই সংসদ নির্বাচনেও আগেই ওইসব কর্মকর্তাদের অন্যত্র সরিয়ে নেয়ার জন্য তিনি জোর দাবি করেন। এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার আরও বলেন, সরকার বিএনপির জনসমর্থন দেখে ভীত হয়ে পরেছে। তারা বুঝতে পেরেছে গনেশ উল্টে গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে এক মনে করা যাবে না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে দাবি করে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন।
×