ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নড়াইলে ’৯০-এর গণআন্দোলনে নিহত ছাত্রনেতা মানিকের স্মরণসভা

প্রকাশিত: ০৫:৪০, ১ ডিসেম্বর ২০১৮

 নড়াইলে ’৯০-এর  গণআন্দোলনে  নিহত ছাত্রনেতা  মানিকের স্মরণসভা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৩০ নবেম্বর ॥ নড়াইলে ৯০-এর গণআন্দোলনের অন্যতম ছাত্রনেতা জামায়াত শিবিরের সন্ত্রাসীদের হাতে নিহত সুব্রত সাহা মানিকের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ’৯০-এর গণআন্দোলনের সহযোদ্ধাদের আয়োজনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল কাঙ্গালীভোজ, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালি ও স্মরণসভা। শুক্রবার দুপুরে ’৯০-এর গণআন্দোলনের ছাত্র নেতৃবৃন্দের আয়োজনে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে অবস্থিত মানিকের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বেলা সাড়ে ৩টায় নড়াইল সরকারী ভিক্টোরিয়া মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোক র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পুরাতন বাস টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়। পরে এখানে ’৯০-এর গণআন্দোলনের সহযোদ্ধা আবু ফেরদাউস মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, ’৯০-এর গণআন্দোলনের সহযোদ্ধা লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট মাহামুদুল হাসান কায়েস, এ্যাডভোকেট কাজী বশিরুল হক, খান মোঃ কামরুজ্জামান তুহিন, আবু হেনা মোস্তফা কামাল স্বপন, মিজানুর রহমান ও মহিদুর রহমান, মিলন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন প্রমুখ। বক্তারা সুব্রত সাহা মানিক হত্যাকারী জামায়াত-শিবিরের খুনীদের পুনরায় বিচারের মাধ্যমে ফাঁসি দাবি করেন। প্রসঙ্গত, এরশাদবিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে ২৫ নবেম্বর বেলা ১১টার দিকে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছাত্রলীগ নেতা মানিক ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে গেলে পূর্ব পরিকল্পিতভাবে জামায়াত-শিবিরের ক্যাডাররা তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। পরে ৩০ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
×