ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেনাপোলে ৪০ হাজার মার্কিন ডলারসহ ৩ পাচারকারী আটক

প্রকাশিত: ০৫:৩৪, ১ ডিসেম্বর ২০১৮

 বেনাপোলে ৪০ হাজার মার্কিন ডলারসহ ৩ পাচারকারী  আটক

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল ও শার্শা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার ইউএস ডলার এবং ১ হাজার বোতল মাদকসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি। অপরদিকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা জব্দ করে ২১ বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, ভারত থেকে বিপুল পরিমাণ ডলার ও ফেনসিডিলের চালান বাংলাদেশে প্রবেশ করছে জানতে পারেন তারা। শুক্রবার সকালে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বড়আচড়া গ্রামের সাহেব আলীর ছেলে জাহিদ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ হাজার ইউএস ডলার। অপরদিকে সিকড়ী মাঠ থেকে ৫শ’ ৯ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় ঝিকরগাছার হাসান আলীর ছেলে নাহিদ হোসেনকে। শিকারপুর সীমান্ত থেকে ফেনসিডিলসহ আটক করা হয় শার্শা টেংড়া গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুর জব্বারকে। বৃত্তিআচড়া এলাকা থেকে ১শ’ ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। অগ্রভুলোট সীমান্ত থেকে ৩ হাজার ৯শ’ ৪৫ পিস ইয়াবা জব্দ করে ২১ ব্যাটালিয়নের বিজিবি। আটক মাদক দ্রব্য-ডলারসহ পাচারকারীদেরকে বেনাপোল ও শার্শা থানায় হস্তান্তর করা হয় বলে জানায় বিজিবি।
×