ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবি শিক্ষক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ০৫:২৭, ১ ডিসেম্বর ২০১৮

 ঢাবি শিক্ষক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী এবং তার স্ত্রী ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সুতপা ভট্টাচার্যের বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে নির্যাতিত ওই গৃহকর্মীকে তার বাবা-মায়ের কাছে তুলে দেয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জনকণ্ঠকে জানান, বিষয়টি সম্পর্কে আমি অবহিত হয়েছি। ওই শিক্ষক কেন এ ধরনের কাজ করেছেন। তা দেখা হচ্ছে। তিনি জানান, শুক্রবার দুপুরে শিশুটিকে নিরাপদে তার বাবা-মায়ের হাতে তুলে দেয়া হয়। পরে শিশুটিকে তাদের গ্রামের বাড়ি ঠাকুরাগাঁওয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, ঘটনাটি আমরা তদন্ত করে দেখেছি। তবে অভিযুক্তরা নিজেদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। অভিযুক্ত দুই শিক্ষকের কেউই এ নিয়ে আর কথা বলতে রাজি হননি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বেশ কিছুদিন ধরেই এই শিক্ষক দম্পতি তাদের গৃহকর্মীর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই মধ্যে গত মঙ্গলবার মেয়েটি আবারও মারধরের শিকার হয়। পরে নির্যাতনে হাত থেকে বাঁচার জন্য ওই গৃহপরিচারিকা পালিয়ে উদয়ন স্কুলে আশ্রয় নেয়। এরপরই ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেয়েটিকে উদয়ন স্কুলের অধ্যক্ষ উম্মে সালমা বেগমের বাসায় হেফাজতে রাখেন।
×