ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে সুতার গুদামে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৫:২৫, ১ ডিসেম্বর ২০১৮

 চট্টগ্রামে সুতার  গুদামে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় একটি সুতার গুদাম ও কিছু স্থাপনায় ভয়াবহ অগ্নিকা-ে ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেলে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় পাথরঘাটা আশরাফ আলী সড়কে অবস্থিত পূরবী সিনেমা হলের পেছনে একটি সুতার গুদামে। সেখানে রক্ষিত ছিল মাছ ধরার জাল ও জাল তৈরির বিপুল পরিমাণ সুতা। আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে সিনেমা হল ও সংলগ্ন এলাকার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি স্টেশনের ১৪টি ইউনিট দ্রুত অকুস্থলে ছুটে যায়। প্রায় দুইঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, পূরবী সিনেমা হলটি দীর্ঘদিন ধরে বন্ধ। সে কারণে সেখানে কোন লোকজনও ছিল না। প্রথমে আগুন লাগে সিনেমা হলের পেছনে মজুদ করে রাখা সুতায়। এরপর তা সংক্রমিত হয় আশপাশে। দমকল কর্মীরা বেশ দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিনির্বাপণ কার্যক্রমে নিয়োজিত হয় ফায়ার সার্ভিসের নগরীর আগ্রাবাদ, বাকলিয়া, বায়েজিদ, পতেঙ্গা ও বন্দর স্টেশনে ১৪টি গাড়ি। পাথরঘাটায় সুতার গুদামে কিভাবে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিরুপিত হয়নি। তবে ক্ষয়ক্ষতি ব্যাপক বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে, সুতার গুদামের আগুনের লেলিহান শিখায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আশপাশের ব্যবসায়ী ও অধিবাসীরা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনেকেই নিজ নিজ প্রতিষ্ঠান থেকে মালামাল সরাতে শুরু করে। এ কাজে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও এগিয়ে আসে। তবে ফায়ার কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসায় সন্ধ্যার পর স্বস্তি আসে এলাকায়।
×