ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নীলফামারী-৩ আসন

আওয়ামী লীগ থেকে প্রার্থী দেয়ার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২৪, ১ ডিসেম্বর ২০১৮

  আওয়ামী লীগ থেকে  প্রার্থী দেয়ার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ একাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে নৌকার প্রার্থীর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসীসহ সাধারণ নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় জলঢাকা উপজেলার মীরগঞ্জ হাটে প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করা হয়। তারা এ সময় মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর খান হকুম আলীর সভাপতিত্বে বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, ধর্মপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিনুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আশরাফ আলী, মীরগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হেলালুর বসুনিয়া, মীরগঞ্জহাট ডিগ্রী কলেজের সাবেক শিক্ষক হামিদুল হক, মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র বর্মন প্রমুখ। নেতাকর্মীরা জানান, ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে আসনটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক গোলাম মোস্তফা। এরপর গত পাঁচ বছরে ক্ষমতা থেকে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। এবারের নির্বাচনে মহাজোটের কারণে আসনটি জাতীয় পার্টিকে দেয়ার প্রক্রিয়ায় তাকে মনোনয়ন প্রদান করা হয়নি। আসনটিতে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের ও মেজর (অব) রানা মোহাম্মদ সোহেলকে জোটের মনোনয়ের প্রক্রিয়ার কথা জানান তারা। মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র বর্মন বলেন, ‘জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের মুসলীম লীগের চেয়ারম্যান স্বাধীনতাবিরোধী কাজী কাদেরের সন্তান ও সাংবাদিক কটূক্তিকারী ব্যারিস্টার ময়নুল হোসেনের জামাতা। অপর প্রার্থী মেজর রানা এলাকায় অপরিচিত মুখ। সেখানে স্বাধীনতা বিরোধীর সন্তান ফারুক কাদেরকে মনোনয়ন দেয়া হলে স্বাধীনতার স্বপক্ষের অনেকেই ভোট দেয়া থেকে বিরত থাকবেন। জনসংযোগ না থাকায় মেজর রানার জয়ও নিশ্চিত না। সে ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে বর্তমান সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফাকে মনোনয়ন দেয়া হলে জয় নিশ্চিত হবে। মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর খান হুকুম আলী বলেন, ‘এলাকাটি জামায়াত অধ্যূষিত হওয়ায় কয়েকবার এখান থেকে জামায়াতের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের নির্বাচনে সেটি উদ্ধার করেন অধ্যাপক গোলাম মোস্তফা।
×