ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারী-১ আসনে ভাতিজার বিরুদ্ধে প্রার্থী ফুফু

প্রকাশিত: ০৫:১৬, ১ ডিসেম্বর ২০১৮

  নীলফামারী-১ আসনে  ভাতিজার বিরুদ্ধে  প্রার্থী ফুফু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন থেকে প্রার্থিতা চেয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছে ফুফু ও ভাতিজা। প্রতিদ্বন্দ্বিতার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই রাজনৈতিক পরিবারের সদস্য এই ফুফু-ভাতিজা একে অপরের বিরুদ্ধে নির্বাচনী মাঠে ভোটযুদ্ধে নেমেছে। পারিবারিকভাবেও তাদের মধ্যে দা কুড়াল সম্পর্ক। এরা হলেন বিএনপির সাবেক সিনিয়র মন্ত্রী প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে ন্যান্সি রহমান কবীর ও নাতি জেবেল রহমান গানি। জেবেল গানি জাতীয় পার্টির সাবেক মন্ত্রী প্রয়াত সফিকুল গণি স্বপনের ছেলে। অর্থাৎ ন্যান্সি রহমান কবীরের বড় ভাই প্রয়াত সফিকুল গণি স্বপন। ন্যান্সি রহমান কবীর ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় নেত্রী। ন্যান্সির বড় বোন রিটা রহমান একই দলের প্রধান। রিটা রহমানের স্বামী পলাতক মেজর (অব) খায়রুজ্জামান। ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু এবং ৩ নবেম্বর কারাগারে জাতীয় চার নেতা হত্যার ঘটনায় জড়িত তিনি। অভিযোগ মেজর (অব) খায়রুজ্জামানকে বাঁচাতে এই দুই বোন বিএনপি জোটে স্থান করে নিয়ে সংসদ নির্বাচনে মাঠে নেমেছে। রিটা রহমান রংপুর ৩ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনে ন্যান্সি রহমান কবীর ধানের শীষ প্রতীকে মনোনয়ন দাখিল করেছেন। ন্যান্সি রহমান কবীর ও তার স্বামী ফারুক কবির উদ্দিনের সঙ্গে পলাতক মেজর (অব) খায়রুজ্জামানের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল গানী। তার দল যুক্তফ্রন্টের সঙ্গে জড়িত ও আওয়ামী লীগের মহাজোটের সমর্থক। জেবেল গানী ন্যাপের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও তিনি মহাজোটের হয়ে এই আসনে নৌকা প্রতীকের লাইমলাইটে রয়েছেন। ডিমলা উপজেলার বাংলাদেশ ন্যাপের সভাপতি শাহ আজিজ বলেন, ফুফুদের সঙ্গে জেবেল গানীর কোন সুসম্পর্ক নেই। সপরিবারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণেন জেবেল গানীর বাবা সফিকুল গানী স্বপনের সঙ্গে বোন রিটা রহমানের সম্পর্ক ভাল ছিল না। রিটা রহমানও তার স্বামীর পক্ষ নেয়ায় অপর বোন ন্যান্সি রহমান কবীর ও তার স্বামী ফারুক কবির উদ্দিনের সঙ্গেও জেবেলের বাবার দ্বন্দ্ব ছিল। বাবার সেই দ্বন্দ্ব ছেলে জেবেলের সঙ্গেও রয়েছে ফুফুদের। ভাতিজা জেবেল নীলফামারী ১ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হচ্ছে এটি ওই দুই বোন সহ্য করতে পারেনি। ফলে বড় বোন রিটা রহমান ভাতিজা জেবেলের বিরুদ্ধে ছোট বোন ন্যান্সি রহমানকে এখানে বিএনপির হয়ে প্রার্থী দিয়েছে। তিনি বলেন এই পলাতক খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমান ও তার ছোট বোন ন্যান্সি এখন নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়েছে। যা এলাকাবাসী মেনে নেবে না। এদিকে ন্যান্সিকে ধানের শীষ প্রতীক না দেয়ার দাবি করেছে ডোমার ডিমলা উপজেলার বিএনপির নেতাকর্মীরা। তারা এই আসনে খালেদা জিয়ার বড় দুলাভাই অধ্যাপক রফিকুল ইসলামকে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি করে। রফিকুল ইসলাম বুধবার দলের চিঠি নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছে বলে জানান।
×