ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ নির্বাচনের মধ্য দিয়েই বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:১৫, ১ ডিসেম্বর ২০১৮

  এ নির্বাচনের মধ্য  দিয়েই বাংলার  মানুষের ভাগ্য  নির্ধারণ ॥  তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ৩০ নবেম্বর, ভোলা ॥ ভোলা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করে চলেছে। এ নির্বাচন হবে একটি অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। যার মধ্যদিয়ে আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। শুক্রবার সন্ধ্যায় ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঘরোয়া আলোচনায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়েই বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ হবে। আজকে গ্রামের মানুষ অনেক সুখে আছে। খাদ্যের অভাব নেই। ভাল পোশাক পরছে। হাতে মোবাইল ফোন। পাকা ঘর। ঘরে বিদ্যুত। টিভি ফ্রিজ, এয়ারকন্ডিশন। এটা শুধু ভোলা নয়। সারা বাংলাদেশেই গ্রামীণ উন্নয়নের একই চিত্র। তিনি আরও বলেন, ভারতের বাণিজ্যমন্ত্রী ভোলার গ্রাম ঘুরে মন্তব্য করেন, তোমাদের গ্রাম দেখলে বুঝা যায় না এটা গ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছিলেন, গ্রামকে তিনি শহর করবেন। আজকে যেহেতু বিদ্যুত আছে, পাকা রাস্তা আছে। আজকের গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। মন্ত্রী বলেন, বিএনপির মেজর হাফিজ পানি সম্পদমন্ত্রী ছিলেন। মোশারেফ হোসেন শাজাহান পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু কেউ ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে পারেনি। ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার করার জন্য ৩ হাজার ২ শ’ কোটি টাকা ইতোমধ্যে ব্যয় করা হয়েছে এবং ভোলায় ৫ হাজার কোটি টাকার বেশি বরাদ্ধ হয়েছে। এখন আর ভোলার কোথায়ও নদী ভাঙ্গন নেই। ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দোস্ত মাহামুদ, সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মোঃ ইউনুস প্রমুখ।
×