ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জর্জিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৪:৫১, ১ ডিসেম্বর ২০১৮

 জর্জিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট

প্রথম নারী প্রেসিডেন্ট পেল জর্জিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে প্রকাশিত ফলাফলে সালোমে জোরাবিসভিলিকে জয়ী ঘোষণা করে জর্জিয়ার নির্বাচন কমিশন। অবশ্য দেশটির প্রধান বিরোধী দল নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফল মানতে অস্বীকৃতি জানিয়েছে। এ নির্বাচন জর্জিয়ার গণতন্ত্রের জন্য একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারণ, দেশটি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্যপদ চাচ্ছে। ফলে বিষয়টি রাজনৈতিক পরিস্থিতিকে বেশ উত্তপ্ত করে তুলেছে। গত বুধবারের দ্বিতীয় দফা নির্বাচনে ৯৯ দশমিক ৯৯ শতাংশ ভোট গণনার পর ফরাসী বংশোদ্ভূত সাবেক কূটনীতিক সালোমে জোরাবিসভিলি ৫৯ দশমিক ৬১ শতাংশ ভোট পান। তার নিকট প্রতিদ্বন্দ্বী গ্রেগল ভাশাদেজ ৪০ দশমিক ৪৫ শতাংশ ভোট পান। নির্বাচনে জয়ের পর ৬৬ বছর বয়সী সালোমে জোরাবিসভিলি বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন আর যারা দেননি আমি সবাইকে নিয়ে চলতে চাই। আমরা একে অন্যের সঙ্গে মতামত ভাগাভাগি করতে চাই। কারণ, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।-টাইম অবলম্বনে।
×