ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেবজিত-ঋদ্ধি দম্পতির আলোছায়ার গানগুলি

প্রকাশিত: ০৪:৫০, ১ ডিসেম্বর ২০১৮

 দেবজিত-ঋদ্ধি  দম্পতির  আলোছায়ার  গানগুলি

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার হেমন্ত সন্ধ্যায় গুণী দম্পতির গানের সুরে আলোড়িত হলো শ্রোতারা। কলকাতার গবেষক ও সঙ্গীতজ্ঞ ড. দেবজিত বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের গানের আসর বসেছিল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। শিল্পকলা একাডেমি ও থিয়েটার নাট্যদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গতকাল গানে গানে শিল্পীরা মন রাঙালেন সুররসিকদের। ঝরা পাতার মঞ্চসজ্জা এনে দিয়েছিল শীতের বৈঠকী সঙ্গীত আসরের আমেজ। শিল্পীদের ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির সচিব মোঃ বদরুল আলম ভূঁইয়া এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। দেবজিত বন্দ্যোপাধ্যায় শুরু করেন ‘আমি এসেছি বধূ হে’ গান দিয়ে। আর ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় শুরু করেন অতুলপ্রসাদের ‘যাব না যাব না ঘরে’ গান দিয়ে। একে একে শিল্পীযুগল গেয়ে শোনান অনেক গান।
×