ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বরব্যঞ্জনের উচ্চারণে মুক্তিযুদ্ধের সফল অপারেশন

প্রকাশিত: ০৪:৫০, ১ ডিসেম্বর ২০১৮

 স্বরব্যঞ্জনের উচ্চারণে মুক্তিযুদ্ধের সফল অপারেশন

স্টাফ রিপোর্টার ॥ আবৃত্তি সংগঠন স্বরব্যঞ্জনের বাচিকশিল্পী উচ্চারণে উঠে এলো মুক্তিযুদ্ধের একেকটি সফল অপারেশনের বিবরণ এবং তার বিপরীতে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে স্বপ্নভঙ্গের দুঃখ। কবিতার শিল্পিত উচ্চারণে বর্ণিত হয় মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালীন হতাশা, সন্তান হারানো মায়ের জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াসসহ নানা ঘটনা। শহীদ জননী জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ এবং মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুনের সদস্য নাসির উদ্দীন ইউসুফের গ্রন্থ ‘ঘুম নেই’ অবলম্বনে যুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে আবৃত্তি প্রযোজনা ‘ঘুম নেই অতঃপর...’। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন বাচিকশিল্পী হাসান আরিফ। শুক্রবার বিকেলে প্রযোজনাটি মঞ্চস্থ হলো শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে। মঞ্চায়নের অংশ হিসেবে এর শেষ দিকে প্রযোজনায় সরাসরি যুক্ত হন নাসির উদ্দীন ইউসুফ। হাসান আরিফ জানান, মুক্তিযুদ্ধ ও পরে মুক্তিযোদ্ধাদের স্বপ্নভঙ্গের নানা বিষয়ের সঙ্গে এখনকার সময়কে সম্পৃক্ত করা হয়েছে এই প্রযোজনায়। প্রযোজনাটির মঞ্চায়নে আবৃত্তি করেন সাত আবৃত্তিশিল্পী। তারা হলেন- দীপক ঘোষ, মনিরুল ইসলাম, সাবিহা সেতু, তন্ময় করিম, সৈয়দ আশিক, পংকজ পান্ডে ও কানিজ হৃদি। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয়বার মঞ্চস্থ হবে প্রযোজনাটি। পরিবেশনা শেষে কথা বলবেন মুক্তিযোদ্ধা হাবিবুল আলম।
×