ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী এক পরিবারের তিন সদস্যের হাতে ‘ধানের শীষ’!

প্রকাশিত: ০৪:৪৯, ১ ডিসেম্বর ২০১৮

 যুদ্ধাপরাধী এক পরিবারের তিন সদস্যের হাতে ‘ধানের শীষ’!

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৩০ নবেম্বর ॥ যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধী পরিবারের সদস্যরা যে বিএনপির প্রথম পছন্দ তা এবারও প্রমাণিত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ধানের শীষের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ১১ নেতা। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন চিঠি পেয়েছেন যুদ্ধাপরাধী এক পরিবারের ৩জন। মনোনীত চিঠি প্রাপ্তরা বিগত দু’বারের সংসদ সদস্য বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক যুদ্ধাপরাধ মামলায় পলাতক আব্দুল মোমিন তালুকদার খোকা, তার স্ত্রী মাছুদা মোমিন তালুকদার এবং সাবেক সংসদ সংদস্যের ছোট ভাই আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। এক পরিবারের তিনজনের হাতে মনোনয়ন চিঠি থাকায় তৃণমূল নেতা ও কর্মী-সমর্থকরা রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। কারণ মোমিন তালুকদার যুদ্ধাপরাধ মামলায় প্রায় দুই বছর পূর্বে সস্ত্রীক পলাতক হওয়ায় নেতা ও কর্মী-সমর্থকরা দলীয় মনোনয়ন মহিত তালুকদার পাচ্ছেন এমনটাই মনে করছিলেন। আব্দুল মোমিন তালুকদারের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার মেয়ে নাসিমা মোমিন তালুকদার লাকি। আর মাছুদা মোমিন ও মহিত তালুকদার নিজে। নির্বাচনী মনোনয়নপত্র মহিত তালুকদার নিজে সংগ্রহ করলেও মোমিন ও মাছুদার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আদমদীঘি উপজেলা বিএনপির নেতা আবু হাসান ও মকলেছার রহমান। মনোনয়নপত্র জমার শেষদিন মহিত তালুকদার আদমদীঘি সহকারী রিটার্নিং অফিসারের নিকট এবং মোমিন ও মাছুদার মনোনয়নপত্র জমা দেয়া হয় বগুড়া জেলা রিটার্নিং অফিসারের নিকট। এদিকে, মোমিন তালুকদারের পক্ষে দলীয় ও নির্বাচনী ফরম সংগ্রহ ও জমা দেয়া হলেও নির্বাচনী মনোনয়নপত্রে পলাতক মোমিন তালুকদার খোকার স্বাক্ষর কিভাবে পাওয়া গেল সে প্রশ্নের উত্তর মেলানো যাচ্ছে না। কারণ, তার পরিবার এবং বিএনপির নেতা ও কর্মীদের দাবি তিনি আমেরিকায় পলাতক রয়েছেন। অপরদিকে, আওয়ামী লীগের ১২ নেতা নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষাবধি কেউ পায়নি নৌকা মার্কার মনোনয়ন চিঠি।
×