ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কারের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে সাহেবরামপুর লাইব্রেরি

প্রকাশিত: ০৪:২৯, ১ ডিসেম্বর ২০১৮

 সংস্কারের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে সাহেবরামপুর লাইব্রেরি

‘বই মানুষের মনের খোরাক’ এ স্লোগানকে বুকে ধারণ করে মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রায় ৮২ বছর আগে নির্মাণ করা হয় সাহেবরামপুর পাবলিক লাইব্রেরি। জেলার মধ্যে প্রথম এ লাইবেরীটি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু বর্তমানে লাইব্রেরিটি সংস্কারের অভাবে তার ঐতিহ্য হারাতে বসেছে। এতে করে এখন অনেক বইপ্রেমী মানুষ আসা কমে গেছে এ লাইব্রেরিতে। জানা গেছে, ১৯৩৬ সালে ওই এলাকার আব্দুল হামিদ মাস্টার সাহেবরামুপর পাবলিক লাইব্রেরিটি প্রতিষ্ঠিত করেন। সেখানে বিভিন্ন কবি-সাহিত্যিকদের লেখা, একুশের চেতনা ও মুক্তিযুদ্ধভিত্তিক বই সংযোজন করা হয়। এই লাইব্রেরির পক্ষ থেকে বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছেন কর্তৃপক্ষ। এরপর ১৯৪০ সালে শেরে বাংলা একে ফজলুল হক লাইব্রেরিটি দেখতে সাহেবরামপুরে আসেন। এ সময় তিনি পাঠাগারটি টিকিয়ে রাখার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন। ১৯৭৮ সাল থেকে এই লাইব্রেরির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন ওই এলাকার মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন মাস্টার। বর্তমানে বৃষ্টি হলে লাইব্রেরিটির চালা দিয়ে পানি পড়ে বই ও আসবাপত্র নষ্ট হয়ে যাচ্ছে। তারপর লাইব্রেরিটির বেড়া ছিদ্র হয়ে গেছে। এ লাইব্রেরিটির অবস্থা এখন চড়ম নাজুক হওয়ায় আগের মতো আর বই প্রেমীরা বই পড়তে আসে না। এই লাইব্রেরিটির বেহাল দশার বিষয়টি নিয়ে অনেক বিত্তশালীদের কাছে একাধিকবার ধর্না দিলেও কেউ এগিয়ে আসেনি বলে জানা যায়। তাই এখন লাইব্রেরিটি সংস্কারের অভাবে তার ঐতিহ্য হারাতে বসেছে। -মোঃ জাফরুল হাসান, কালকিনি থেকে
×