ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর প্রদান দেশ প্রেমেরই অংশ ॥ চট্টগ্রামে মেয়র নাছির

প্রকাশিত: ০৪:২৪, ১ ডিসেম্বর ২০১৮

 কর প্রদান দেশ  প্রেমেরই অংশ ॥  চট্টগ্রামে মেয়র নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার পালিত হয়েছে জাতীয় আয়কর দিবস। সকালে নগরীর আগ্রাবাদে অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় তিনি বলেন, দেশের উন্নয়নে নিয়মিত আয়কর প্রদান নাগরিকদের নৈতিক দায়িত্ব, এটা দেশপ্রেমেরই অংশ। জনগণ এখন স্বপ্রণোদিত হয়ে কর প্রদান করছে। শুক্রবার সকালে উপমহাদেশের খ্যাতিমান ঢোলবাদক বিনয় বাঁশি জলদাশের পুত্র বাবুল জলদাশ ও তার দলের ঢোলবাদন, ব্যান্ড পার্টির বাদ্য, বেলুন ও ফেস্টুনে বর্ণিল রূপ ধারণ করে অনুষ্ঠান। শুরুতে নৃত্য পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন নৃত্যভূমির শিল্পীরা। বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কর কমিশনার মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারুন অর রশীদ, সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, মোঃ নাজমুল করিম, মোঃ ইকবাল হোসেন, মোঃ লুৎফুল আজিম, মোঃ মাহবুবুর রহমান এবং চট্টগ্রামের কর আইনজীবী ও কর বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।
×