ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোলায় যুবলীগ অফিসে হামলার ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত: ০৪:২৩, ১ ডিসেম্বর ২০১৮

 ভোলায় যুবলীগ অফিসে  হামলার ঘটনায় মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩০ নবেম্বর ॥ লালমোহন উপজেলার ডাওরী বাজারে যুবলীগের অফিসে হামলা-ভাংচুরের অভিযোগে বিএনপি ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে লালমোহন থানায় মামলা দেয়া হয়েছে। অপরদিকে লালমোহন উপজেলা যুবলীগ সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, বিএনপি নেতা মেজর হাফিজের নির্দেশে যুবদলের সন্ত্রাসীরা যুবলীগ অফিসে হামলা চালিয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। লালমোহন থানা পুলিশ জানান, লালমোহন থানায় উপজেলার চর লক্ষ্মী এলাকার সেলিম শিকদার বাদী হয়ে জাকির হোসেনসহ ২৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে বৃহস্পতিবার রাতে লালমোহন আওয়ামী যুবলীগের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালমা ইউনিয়ন যুবলীগের নিজস্ব কার্যালয়ে বর্ধিত সভা চলছিল। এ সময় মেজর হাফিজের নির্দেশে যুবদলের চিহ্নিত সন্ত্রাসী সাবেক শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হাওলাদার ও বিএনপির কালমা ইউনিয়নের সভাপতি বাহাদুরের নেতৃত্বে কয়েকটি মাইক্রোবাসে করে আগ্নে-অস্ত্রসহ কালমা ইউনিয়ন যুবলীগের নিজস্ব কার্যালয়ে বর্ধিত সভায় অতর্কিতভাবে হামলা করা হয়। এ ঘটনায় যুবলীগের ১৮ জন আহত হয়। এদের মধ্যে সেলিম সিকদার, ফয়েজ উল্যাহ, তানভির. মোহাম্মদ আলীকে গুরুতর অবস্থায় লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। এতে করে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া করে। সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক দিদারুল ইসলাম অরুন, লালমোহন পৌর আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার প্রমুখ।
×