ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সিকি আনা’র ঝলক প্রকাশ

প্রকাশিত: ০৪:১২, ১ ডিসেম্বর ২০১৮

 ‘সিকি আনা’র  ঝলক প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ এ্যানিমেটেড টিভি কার্টুন সিরিজ ‘সিকি আনা’র ঝলক প্রকাশ করল টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড। টেকনোম্যাজিকের ব্যবস্থাপনা পরিচালক জিনাত ফারজানা জানান, ‘সিকি আনা’ একটি থ্রিডি এ্যানিমেটেড এ্যাকশন-এ্যাডভেঞ্চার কার্টুন টিভি সিরিজ যা সম্পূর্ণ বাংলাদেশে তৈরি হচ্ছে। এটি বাংলা ভাষাতে থাকবে এবং এটি মূলত শিশু-কিশোরদের জন্য তৈরি হচ্ছে কিন্তু প্রাপ্তবয়স্করাও উপভোগ করতে পারবে। এর গল্পটি মধ্যযুগীয় সময়কে কেন্দ্র করে নির্মাণাধীন এবং এর প্রতিটি গল্পে সামাজিক বিষয়বস্তু যেমন- বন্ধুত্ব, দায়ীত্ববোধ, নিঃস্বার্থ কাজ এবং বীরত্ব এগুলো প্রাধান্য পাবে। তিনি বলেন, অনেক শিশু-কিশোর বিদেশী তৈরি এ্যানিমেটেড কার্টুন দেখছে যা আমাদের সংস্কৃতি এবং সমাজের সঙ্গে সম্পর্কিত নয়। কিছু টিভি চ্যানেল শিশুদের জন্য বিদেশী কার্টুন কিনে এনে বাংলা ভাষায় অনুবাদ করে দেখাচ্ছে। এই কার্টুনগুলোতে দেখানো গল্প, সংস্কৃতি এবং মানব প্রকৃতি সম্পূর্ণ বিদেশী ও আমাদের সমাজের সঙ্গে মোটেও সম্পর্কিত নয়। আমরা বাচ্চাদের বা তাদের পিতা-মাতাদের দোষারোপ করতে পারব না, কারণ বাংলাদেশে শিশুদের জন্য তৈরি করা কোন দেশীয় কার্টুন নেই এবং তৈরি হচ্ছে না। এ সময় আমাদের সন্তানরা বাইরের দেশের সংস্কৃতিতে বেশি আসক্ত হয়ে যাচ্ছে। টেকনোম্যাজিকের সিইও আরিফ মোহাম্মদ বলেন, আমার বিশ্বাস ‘সিকি আনা’ শুধু বাংলাদেশেই নয়, বৃহত্তর বাংলায় একটি জনপ্রিয় থ্রিডি এ্যানিমেটেড কার্টুন টিভি সিরিজ হিসেবে পরিচিতি পাবে, যা বাংলা ভাষাভাষী সকলের পছন্দ হবে এবং ব্যাপক সাড়া পাবে। এই কার্টুনটি দেখে শিশু-কিশোররা শুধু মজাই পাবে তা না, এর গল্পগুলোর ভেতরে নৈতিক ও মানসিক উন্নয়নের জন্য শিক্ষামূলক উদাহরণ তুলে ধরা হবে। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের থ্রিডি ক্যারেক্টার মডেলিং এবং এ্যানিমেশন শিল্পে আমাদের স্থানীয় দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের উদ্যোগ নিয়ে অন্যদের এগিয়ে আসার জন্য উৎসাহী করতে চাই এবং আমরা এই ধরনের নিত্য নতুন শিল্প উন্নয়নের ওপর প্রভাব ফেলতে চাই।
×