ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ফের ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করব’

প্রকাশিত: ০৪:০৩, ১ ডিসেম্বর ২০১৮

 ‘ফের ক্ষমতায় এলে  অনুপ্রবেশকারীদের  বহিষ্কার করব’

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, ভারতের কেন্দ্রে ও রাজস্থানে তাদের সরকার ক্ষমতায় ফিরে এলে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করা হবে। বৃহস্পতিবার রাজস্থানে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন। টাইমস অব ইন্ডিয়া। অমিত শাহ বলেন, রাজস্থানে বসুন্ধরা রাজে (বিজেপি মুখ্যমন্ত্রী) সরকার বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফিরে আসার পরে ২০১৯ সালে কেন্দ্রীয় সরকারে নরেন্দ্র মোদি সরকার যদি ক্ষমতায় ফিরে আসে তাহলে গোটা দেশে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বহিষ্কার করা হবে। বিজেপি শাসিত অসমে জাতীয় নাগরিক পঞ্জির (এন আর সি) কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, অসমে চল্লিশ লাখ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে স্পষ্ট করতে হবে দেশে অনুপ্রবেশকারীদের থাকা উচিত, না উচিত নয়? উপস্থিত জনতার উদ্দেশে অমিত শাহ বলেন, ২০১৮ সালে বিজেপির বসুন্ধরা সরকারকে পুনরায় ক্ষমতায় আনুন এবং ২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকারকে ফিরিয়ে আনুন। আমি রাজস্থানবাসীকে কথা দিচ্ছি যে, কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং অসম থেকে গুজরাট পর্যন্ত প্রত্যেক অনুপ্রবেশকারীকে বেছে বেছে দেশ থেকে বিতাড়নের কাজ করবে বিজেপি সরকার।
×