ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ১০ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশিত: ১৯:১৫, ৩০ নভেম্বর ২০১৮

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ১০ রোহিঙ্গা উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে ১০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব। আজ শুক্রবার সকালে তাদেরকে টেকনাফ শাহপরীর দ্বীপস্থ দক্ষিণপাড়া থেকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় আব্দুর রহমান (৩২) নামের এক দালালকে। তিনি টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা। কক্সবাজারস্থ র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, ‘টেকনাফের শাহপরীর দ্বীপ দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ১০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী রয়েছে। উদ্ধার হওয়ার রোহিঙ্গারা থাইংখালী ও কুতুপালং ক্যাম্পের। তারা জানিয়েছে, বিয়ের জন্য সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছিল।’ উদ্ধার হওয়ার রোহিঙ্গা ও আটক দালালকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় দালালের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
×