ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেপাল সফরে মিয়ানমারের নেত্রী সুচি

প্রকাশিত: ০৭:৫৫, ৩০ নভেম্বর ২০১৮

 নেপাল সফরে  মিয়ানমারের  নেত্রী সুচি

বিডিনিউজ ॥ মিয়ানমারের নেত্রী আউং সান সুচি তিনদিনের সফরে নেপালে গেছেন। মিয়ানমারের স্টেট কাউন্সিলর হিসেবে এটাই সুচির প্রথম নেপাল সফর। এর আগে ২০১৪ সালের জুনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি নেপাল সফর করেছিলেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির আমন্ত্রণে সুচি বৃহস্পতিবার এ সফরে গেছেন। সেখানে ৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক সম্মেলনে যোগ দেবেন তিনি। মিয়ানমারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় একথা জানিয়েছে। সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্র ও সরকার প্রধান থেকে শুরু করে আইনপ্রণেতা, গণ্যমান্য নেতারাসহ ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতারও অংশ নেবেন। সফরকালে নেপাল সরকারের নেতাদের সঙ্গেও সুচির বৈঠক করার কথা রয়েছে।
×