ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৭ শতাংশ ব্যাংকের দর অভিহিত মূল্যের নিচে

প্রকাশিত: ০৭:৫৩, ৩০ নভেম্বর ২০১৮

১৭ শতাংশ ব্যাংকের দর অভিহিত মূল্যের নিচে

শেয়ারবাজারে ব্যাংকিং খাতে ৩০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার লেনদেন শেষে ১৭ শতাংশ বা ৫টি ব্যাংকের শেয়ার দর অভিহিত মূল্যের নিচে রয়েছে। এছাড়া কয়েকটি ব্যাংকের শেয়ার দর অভিহিত মূল্যে রয়েছে। অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার। বৃহস্পতিবার লেনদেন শেষে এক্সিম ব্যাংকের শেয়ার দর অবস্থান করে ৯.৯০ টাকায়। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯.৮০ টাকায়, আইসিবি ইসলামী ব্যাংকের ৪.০০ টাকায়, ন্যাশনাল ব্যাংকের ৮.৯০ টাকায় ও স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর ৯.৬০ টাকায় অবস্থান করছে। এদিকে অভিহিত মূল্যে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ার দর ১০.২০ টাকায় ও প্রিমিয়ার ব্যাংকের ১০.৮০ টাকায় অবস্থান করছে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরে রয়েছে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার। -অর্থনৈতিক রিপোর্টার
×