ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৭:৫২, ৩০ নভেম্বর ২০১৮

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোটি ২২ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর ৩৬ লাখ ২১ হাজার ৭৮৮টি শেয়ার ২৮ বার হাত বদল হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের। কোম্পানিটির মোট ১১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে ভিএফএস থ্রেড ডাইংয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৫১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের।
×