ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইর রাজস্ব আদায় কমেছে

প্রকাশিত: ০৭:৫২, ৩০ নভেম্বর ২০১৮

ডিএসইর রাজস্ব আদায় কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে অক্টোবর মাসে ট্যাক্স আদায় ১২ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, অক্টোবরে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ১৮ কোটি ৯৪ লাখ ৬৯ হাজার ২৪৮ টাকা। সেপ্টেম্বরে আদায় হয়েছিল ২১ কোটি ৫০ লাখ ৫৮ হাজার ২৯৭ টাকা। অর্থাৎ অক্টোবর মাসে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় ২ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৪৯ টাকা বা ১১.৯৯ শতাংশ কমেছে। অক্টোবরে আদায় হওয়া রাজস্বের মধ্যে ব্রোকারেজ হাউস থেকে ১২ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার ৯৭৪ টাকা আদায় হয়েছে। সেপ্টেম্বরে এ খাত থেকে আদায় হয়েছিল ১৪ কোটি ৮০ লাখ ৯৮ হাজার ৮৬০ টাকা। অর্থাৎ অক্টোবরে ব্রোকারেজ হাউস থেকে রাজস্ব ২ কোটি ৭ লাখ ২৯ হাজার ৮৮৬ টাকা কম আদায় হয়েছে। উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট থেকে অক্টোবরে আদায় হয়েছে ৬ কোটি ২১ লাখ ২৭৪ টাকা। সেপ্টেম্বরে এ খাত থেকে আদায় হয়েছিল ৬ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ৪৩৭ টাকা। অর্থাৎ অক্টোবরে উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট থেকে রাজস্ব আদায় ৪৮ লাখ ৫৯ হাজার ১৬৩০ টাকা কম হয়েছে।
×