ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বনানীর জাপা অফিসে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ, ভাংচুর

প্রকাশিত: ০৭:৫১, ৩০ নভেম্বর ২০১৮

 বনানীর জাপা অফিসে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ, ভাংচুর

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে ৫ বছর সংসদে ও সরকারে ছিল হুসেইন মুহম্মদ এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলটি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করার কথা জানিয়েছে। এরই মধ্যে ২২০ আসনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জাপার মনোনীত প্রার্থীরা। এই অবস্থার মধ্যেই জাতীয় পার্টিতে চলছে ভিন্ন হিসাব-নিকাশ। নানা অনিয়মের অভিযোগ উঠেছে খোদ দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমীন হাওলাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিনভর উত্তেজনা গেছে দলের বনানীর চেয়ারম্যান কার্যালয়ে। ভাংচুর করা হয়েছে কার্যালয়ের ভেতরের চেয়ার-টেবিল। মনোনয়ন বঞ্চিত হয়ে বিক্ষোভ করার ঘটনাও ঘটেছে কয়েকবার। তবে এ বিষয়ে জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি ও দলের প্রেসিডিয়ামের সদস্য সুনীল শুভরায় বলছেন, ‘এ ধরনের কোন ঘটনা ঘটেনি।’ বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয় বন্ধের খবর প্রসঙ্গে সুনীল জানান, না, এ রকম কোন ঘটনা ঘটেনি। আর ‘আমি তো অফিসেই আছি।’
×