ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিডি অটোকারের রাইট শেয়ার অনুমোদন

প্রকাশিত: ০৭:৫১, ৩০ নভেম্বর ২০১৮

বিডি অটোকারের রাইট শেয়ার অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাইট শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদশ অটোকারস লিমিটেড (বিডি অটোকার্স)। কোম্পানিটিকে ১০০ টাকা প্রিমিয়ামসহ ১:১ অনুপাতে রাইট শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছে শেয়ারহোল্ডারা। বৃহস্পতিবার কোম্পানিটির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়েছে। যা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুমোদনের জন্য পাঠানো হবে। রাজধানীর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানিটির উর্ধতন কর্মকর্তাসহ শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদ। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিনা মমতাজ, স্বাধীন পরিচালক রফিকুল ইসলাম ডাবলু, কোম্পানির সচিব অনুপম কুমার মণ্ডল এবং ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানির বার্ষিক প্রতিবেদন বিধিমালা ঠিক নেই বলে দাবি জানান বিনিয়োগকারীরা। তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা সংশোধন করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। মোহাম্মাদ মুরাদ বলেন, বর্তমানে আমাদের যে সম্পদ আছে আমরা এগুলো নিয়ে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। সামনে আমরা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি সেসব বাস্তবায়ন হলে এ বছরের তুলনায় পরবর্তীতে আমাদের লভ্যাংশ বাড়বে। এছাড়া কোম্পানির চেয়ারম্যান সকল শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এজিএমে এ চলতি অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ বোনাস এবং ৩ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
×