ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থা

প্রকাশিত: ০৭:৫০, ৩০ নভেম্বর ২০১৮

পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭৩৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৪১ কোটি ২৭ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ৫৯৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৮২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬১ পয়েন্টে। বৃহস্পতিবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সোনালি আঁশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত বুধবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৫২৮.১০ টাকায়। বৃহস্পতিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ৪৯০.৮০ টাকায়। অর্থাৎ সোনালি আঁশের শেয়ার দর ৩৭.৩০ টাকা বা ৭.০৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর হারানোর তালিকার শীর্ষে উঠে এসেছে। এই তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে লিবরা ইনফিউশনের ৬.২৪ শতাংশ, স্টাইলক্রাফটের ৫.৮৮ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৫.৭৭ শতাংশ, ম্যারিকো বাংলাদেশের ৫.৬৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৫৬ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৫.২৮ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৭২ শতাংশ, বঙ্গজ লিমিটেডের ৪.৭১ শতাংশ এবং বিবিএস ক্যাবলসের শেয়ার দর ৪.৬৫ শতাংশ কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৮৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।
×