ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ॥ বিশ্বের সেরা দশ দর্শনীয় স্থান

প্রকাশিত: ০৭:২৮, ৩০ নভেম্বর ২০১৮

টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ॥ বিশ্বের সেরা দশ দর্শনীয় স্থান

বিশাল এ পৃথিবীতে দর্শনীয় স্থানের কোন শেষ নেই। তার উপর প্রতি বছরই পর্যটকদের আকৃষ্ট করার জন্য তৈরি হচ্ছে নতুন নতুন স্থাপনা, জাদুঘর, পার্ক ইত্যাদি। সাম্প্রতিক বছরগুলোতে তৈরি এ রকমই ১০০টি স্থানের একটি তালিকা তৈরি করেছে টাইম ম্যাগাজিন। তাদের প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদনের উপর ভিত্তি করে ৪৮টি দেশের ১০০টি স্থানের এ তালিকাটিকে তারা বলছে World’s Greatest Places ২০১৮। চলুন জেনে নিই এই তালিকার সেরা ১৫টি স্থানের সংক্ষিপ্ত পরিচিতি। তিয়ানজিন বিনহাই লাইব্রেরি, চীন চীনের তিয়ানজিনে অবস্থিত এই পাবলিক লাইব্রেরিটি দেখলে মনে হবে যেন একেবারে বৈজ্ঞানিক কল্পকাহিনীর জগত থেকে উঠিয়ে এনে বসানো হয়েছে একে। পাঁচতলা উঁচু এই লাইব্রেরিটিতে স্তরে স্তরে সাজানো আছে প্রায় ১৩.৫ লাখ বই। প্রায় ৩৩ হাজার ৭০০ বর্গমিটার ভূমির উপর স্থাপিত লাইব্রেরিটিতে প্রতিদিন প্রায় ১০ হাজার দর্শনার্থী ভিড় করে। সাইক্লিং থ্রু ওয়াটার, বেলজিয়াম এটি বেলজিয়ামের ডি উইজার্স নেচার রিজার্ভে অবস্থিত একটি পুকুরের মধ্য দিয়ে তৈরি সাইকেল চালানোর উপযোগী রাস্তা। ২১২ মিটার দীর্ঘ কংক্রিটের এ সেতুটি পানির মধ্যে এমনভাবে নিমজ্জিত অবস্থায় নির্মাণ করা হয়েছে যে, সাইকেল আরোহীদের কাছে মনে হবে তারা বুঝি পানির মধ্য দিয়ে সাইকেল চালাচ্ছে। মর্গান’স ইন্সপাইরেশন আইল্যান্ড, যুক্তরাষ্ট্র শারীরিক প্রতিবন্ধী কন্যা মর্গানের বিনোদনের জন্য তার বাবা গর্ডন হার্টম্যান ২০১০ সালে তৈরি করেন মর্গান’স ওয়ান্ডারল্যান্ড নামে একটি থিমপার্ক। পরবর্তীতে ২০১৭ সালে তার পাশেই নির্মাণ করেন একটি ওয়াটার পার্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত এই পার্কটি সব ধরনের মানুষের জন্য উন্মুক্ত হলেও এর বিশেষত্ব হচ্ছে, এতে সব ধরনের শারীরিক প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা রাখা হয়েছে। গোল্ডেন ব্রিজ, ভিয়েতনাম ভিয়েতনামের ‘বা না’ পাহাড়ের উপর অবস্থিত বিশালাকার দুটি হাত দেখলে মনে হতে পারে সেগুলো কোন প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ। কিন্তু বাস্তবে সেগুলো এ বছরের মে মাসে নির্মিত গোল্ডেন ব্রিজের দুটি সাপোর্ট বা খুঁটি। ১৫০ মিটার দীর্ঘ ব্রিজটি একটি ক্যাবল কার স্টেশনকে নিকটস্থ একটি বাগানের সঙ্গে সংযুক্ত করেছে। টিপেট রাইজ আর্ট সেন্টার, যুক্তরাষ্ট্র প্রকৃতি, শিল্প এবং সঙ্গীতের মধ্যে সমন্বয় সৃষ্টির উদ্দেশ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানায় ১১ হাজার ৫০০ একরের বিশাল ভূমির উপর নির্মিত হয়েছে টিপেট রাইজ আর্ট সেন্টার। ২০১৬ সালে চালু হওয়া আর্ট সেন্টারটিতে চিত্র প্রদর্শনীর হল এবং কনসার্ট হল ছাড়াও বাইরের উন্মুক্ত স্থান জুড়ে আছে বিশাল আকৃতির কিছু ভাস্কর্য। প্যানডোরা : দ্য ওয়ার্ল্ড অব এ্যাভাটার, যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্টের একটি উল্লেখযোগ্য অংশ ডিজনি এ্যানিমেল ল্যান্ড থিমপার্ক। আর এই ডিজনি এ্যানিমেল ল্যান্ডেরই সর্ব সাম্প্রতিক সংযোজন প্যানডোরা। জেমস ক্যামেরনের এ্যাভাটার চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত ১২ একর আয়তনের এই থিমপার্কে আছে ভাসমান পর্বত, ভিনগ্রহের কৃত্রিম প্রাণী, আলোকোজ্জ্বল গাছপালা ইত্যাদি। ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে এলিয়েন গ্রহের উপর দিয়ে উড়ে বেড়ানোর সুযোগ এর অন্যতম আকর্ষণ। এব ফিলহারমনিক হল, জার্মানি জার্মানির হামবুর্গে এব নদীর মাঝে গ্রাসব্রুক দ্বীপের উপর অবস্থিত এই কনসার্ট হলটির প্রচলিত নাম এলফি। ইটের তৈরি পুরনো একটি ওয়্যারহাউজের উপরে অবস্থিত কনসার্ট হলটি কাঁচের তৈরি। দেখতে অনেকটা পাল তোলা নৌকার মতো হলটি শুধুমাত্র এর নান্দনিকতাই না, একই সঙ্গে অত্যাধুনিক সাউন্ড সিস্টেমের জন্যও বিখ্যাত। মিউজিয়াম মাকান, ইন্দোনেশিয়া এর পুরো নাম দ্য মিউজিয়াম অব মডার্ন এ্যান্ড কন্টেম্পোরারি আর্ট নসান্ত্রা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নসান্ত্রায় প্রায় ৪ হাজার বর্গমিটার ভূমির উপর নির্মিত এই জাদুঘরটি চোখ ধাঁধানো সব চিত্র ও শিল্পকর্মের অপূর্ব সংগ্রহশালা। সিউলো ২০১৭ স্কাইগার্ডেন, দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি বন্ধ হয়ে যাওয়া হাইওয়ে ওভারপাসের উপর নির্মিত হয়েছে সিউলো স্কাইগার্ডেন নামের এই এলিভেটেড পার্কটি। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ পায়ে চলার উপযোগী পথটিতে বিভিন্ন ক্যাফে, ফুটবাথ ছাড়াও আছে প্রায় ২৪ হাজার গাছপালার এক সরলরৈখিক বাগান। সেন্ট্রাল আইডাহো ডার্ক স্কাই রিজার্ভ, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে মাত্র ১২টি স্থান আছে, যেগুলোকে ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই এ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ডার্ক স্কাই রিজার্ভ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই স্থানগুলোর বায়ুমণ্ডল এতই পরিষ্কার যে, এগুলো থেকে খালি চোখে রাতের আকাশে সবচেয়ে বেশি তারা দেখা সম্ভব। গত বছর এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল আইডাহোর ২ হাজার ২৫০ বর্গকিলোমিটারের একটি এলাকা। এটিই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রথম এবং একমাত্র ডার্ক স্কাই রিজার্ভ। -রোয়ার বাংলা
×