ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসমত আরা জুলী

উইমেন অফ এক্সিলেন্স ২০১৮ ॥ পেশাজীবীদের এগিয়ে যাওয়ার প্রত্যয়

প্রকাশিত: ০৭:২৫, ৩০ নভেম্বর ২০১৮

উইমেন অফ এক্সিলেন্স ২০১৮ ॥ পেশাজীবীদের এগিয়ে যাওয়ার প্রত্যয়

সংযোগস্থাপন, সংস্কৃতি ও যোগাযোগ—এই তিনটি ভাবনাকে পাশাপাশি রেখে হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হলো ‘উইমেন অফ এক্সিলেন্স ২০১৮’। এই অনুষ্ঠানটি আয়োজনের পেছনে কাজ করেছে পেশাজীবী নারীদের একটি বড় সংগঠন ‘উইমেন ইন লিডারশিপ’ এবং এর উদ্যোক্তা ছিল রেগংগস গ্রুপের মেয়েদের বাস সার্ভিস দোলনচাঁপা । একঝাঁক সফল পেশাজীবী নারীদের বক্তৃতামালা অংশগ্রহণকারী পেশাজীবী নারীদের মধ্যে ছড়িয়ে দিয়েছে আত্মপ্রত্যয়, আত্ম আবিষ্কারের ধারণা, প্রতিদিন নিজেকে নতুনভাবে তৈরি করার প্রেরণা ।প্রতিটি নারীর নিজেকে ক্ষমতায়িত করতে হবে এ রকম একটি ধারণা বক্তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। মূলত নারী কীভাবে সব বাধাবিঘœ অতিক্রম করে নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করবে এটাই ছিল অনুষ্ঠানের সারকথা। কর্মক্ষেত্রে দক্ষ একজন নারী নিজেকে সমাজে ও পরিবারেও সফলভাবে উপস্থাপন করতে পারে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। তারা আরও মনে করেন যে, এ মুহূর্তে বাংলাদেশে যত নারী সিইও আছেন, সংখ্যাটা এর চেয়ে বেশি হওয়াটা ভীষণ জরুরী। এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নারী কর্পোরেট নেতারা কীনোট উপস্থাপনসহ নারীদের ভেতরের শক্তিকে আবিষ্কার, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিং, নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করা, মানসিক বুদ্ধিমত্তা, যোগাযোগ ও উপস্থাপন দক্ষতা, সেবাদানে শ্রেষ্ঠত্বের প্রকাশ, যথাযথ উদ্ভাবনী দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বে দক্ষতাÑ এই বিষয়গুলোর ওপর আলোকপাত করেন। উদ্বোধনী বক্তব্যে উইমেন ইন লিডারশিপ এর প্রেসিডেন্ট নাজিয়া আন্দালিব প্রিমা এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরুরুবিষয়ে কথা বলেন। তিনি একাধারে ভিজ্যুয়াল আর্টিস্ট, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক এবং বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, মানসিক উৎকর্ষতাই একজন নারীর ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে যা নেতৃত্ব গ্রহণের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। রেংগস গ্রুপের পরিচালক সোহানা রউফ চৌধুরী বলেন, নারীরা এখন যেসব কাজ করছে তার চেয়ে বেশি কাজ করার ক্ষমতা তারা রাখে। তাঁর নিজের অভিজ্ঞতার আলোকে পুরুষতান্ত্রিকত সমাজব্যবস্থায় নিজের অবস্থানকে দৃঢ় করে লক্ষ্যে পৌঁছানোর সংগ্রামের প্রস্তুতি নিতে সব পেশাজীবী নারীদের প্রতি আহ্বান জানান। এছাড়া তিনি নারীদের জন্য বাসসার্ভিস দোলনচাঁপার ওপর এবং এই বাসসার্ভিস চালু করার পেছনে সামাজিক কারণগুলো চিহ্নিত করে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন । এ অনুষ্ঠানে কর্পোরেট এ্যান্ড এক্সিলেন্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আন্দালিবও বক্তব্য রাখেন। অনুষ্ঠানটিতে উইল এবং এসডি-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।এর উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী নারীদেরকে ইন্টারনেটের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলা। উইলের ক্যাম্পাস এ্যাম্বাসাডারদের নাম ঘোষিত হয় এই অনুষ্ঠানে। নাজিয়া আন্দালিব প্রিমার একটি বিশেষ পারফরম্যান্স আর্ট এবং স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী শামা রহমানের সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। সারা দিনব্যাপী এই আয়োজনে সতেরো জন বিশিষ্ট বক্তা অংশগ্রহণ করেছেন। চারটি কী নোট সেশন, দুইটি প্রেজেন্টেশন সেশন, দুইটি প্যানেল ডিসকাশন সেশন এবং তিনটি ডায়ালগ সেশন ছিল পুরো অনুষ্ঠানজুড়ে। কী-নোট সেশনের বক্তা ছিলেন ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ব্র্যাক ব্যাংক লিমিটেডের এসভিপি ও কমিউনিকেশন এ্যান্ড সার্ভিস কোয়ালিটি প্রধান জারা জাবিন মাহবুব, মার্কস এ্যান্ড স্পেন্সারের কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক এবং মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হক। প্যানেল আলোচনার বিষয়বস্তু ছিল ইমোশনাল ইনটেলিজেন্স এবং সার্ভিস এক্সিলেন্স। এছাড়া ডায়ালগ সেশানে ছিল পার্সোনাল ব্র্যান্ডিং এ্যান্ড নেটওয়ার্কিং, কমিউনিকেশন এ্যান্ড প্রেজেন্টেশন স্কিল এবং ইনোভেশন এক্সিলেন্স। এসব বিষয়ে আলোচনা করেন পেপার স্টুডিওর ফারজিন কে চৌধুরী, গ্রামীণফোন লিমিটেডের সৈয়দ তানভীর হোসেন, রেংগস গ্রুপের সামিনা আমিন, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের শরিফুল ইসলাম এবং স্টার্ট আপ বাংলাদেশের টিনা জাবিন। উইমেন ইন লিডারশিপের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বহুজাতিক কোম্পানি, দেশী কোম্পানি, ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ও সিনিয়র পদে কর্মরত বিপুলসংখ্যক পেশাজীবী নারীর সরব উপস্থিতি এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা আয়োজকদের মনে করিয়ে দেয়। হোটেল লা মেরিডিয়ানের পৃষ্ঠপোষকতায় ও দোলনচাঁপার পরিবেশনায় এ ধরনের অনুষ্ঠান নারী নেতৃত্ব সৃষ্টি ও একে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে সফল ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
×