ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৭:২১, ৩০ নভেম্বর ২০১৮

ফ্যাশন সংবাদ

ডিমান্ড তারুণ্যের প্রথম পছন্দের ফ্যাশন হাউস ডিমান্ড এবারে বন্দরনগরী চট্টগ্রামে ১১তম শাখা খুলতে যাচ্ছে। আগামী ২৬-১১-২০১৮ নগরীর নিউমার্কেটে নান্দনিক পরিবেশে দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শীতে বর্ণিলভাবে সেজেছে ডিমান্ড, সেই সঙ্গে তরুণ প্রজন্মের পছন্দের রংকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে ডিমান্ডের প্রতিটি আউটলেট। শীতকে সামনে রেখে প্রতিটি আউটলেটে শীতের সব ধরনের পোশাকের সমাহার মুগ্ধ করবে ক্রেতাদের। এ প্রসঙ্গে ডিমান্ডের কর্ণধার রাসেল মাহমুদ বলেনÑ নিত্যনতুন ব্লেজার, সোয়েটার, ফুলস্লিভ ড্রেসসহ ছেলে-মেয়ের অনেক পণ্যের সমাহার এবার ডিমান্ড এ। রয়েছে ডিজাইনের বৈচিত্র্য, আর সেই সঙ্গে এবার সবগুলো আউটলেটে পাওয়া যাচ্ছে মেয়েদের পোশাক। আর্টিসান এর ১৩তম আউটলেট এখন বনশ্রীতে। ১৩তম আউটলেটের উদ্বোধন করেন নন্দিত পুলিশ কর্মকর্তা ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম। ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও চিত্রপরিচালক মেহের আফরোজ শাওন, উত্তরণ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাঃ ওয়াজেদ সামসুন্নাহার দিশা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল, পাঞ্জেরি পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ও উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক, আর্টিসান আউটফিটার্স লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান অনিতা গমেজ এবং ব্যবস্থাপনা পরিচালক আলী আহম্মেদ রাসেল, সিটি ব্যাংকের এফভিপি ও হেড অব বিজনেসে ডেভেলপমেন্ট (মিডিয়াম) মনির উদ্দিন আহমেদ, ফ্যাশন-১ এর মালিক মলয় কুমার দেবদাস, উত্তরণ ফাউন্ডেশনের কোর্ডিনেটর এম এম মাহবুব হাসান, আর্টিসানের সিওও শামিম আলম, ম্যানেজার অপারেশন মাহবুবুল হাসান অপু, লেডি এ্যাম্বাসেডর আউটলেট অপারেশন কবিতা গমেজসহ প্রমুখ। নতুন এই শাখায় এক্সক্লুসিভ অফারে পাওয়া যাচ্ছে মেনস সুট, এক্সিকিউটিভ শার্ট, ক্যাজুয়াল শার্ট, পলোশার্ট, টি-শার্টসহ জিন্স প্যান্ট, কার্গো প্যান্ট, এক্সিকিউটিভ ও ক্যাজুয়াল প্যান্ট। এছাড়াও থাকছে তরুণ-তরুণী ও শিশুদের জন্য বর্ণিল ডিজাইনের দেশী-বিদেশী পোশাকের সমারোহ। যোগাযোগ : বনশ্রী ‘এফ’ ব্লক ১নং সড়ক
×