ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উইকেটকিপিংয়ে মুশফিকের ব্যাকআপ লিটন

প্রকাশিত: ০৬:৩৮, ৩০ নভেম্বর ২০১৮

উইকেটকিপিংয়ে মুশফিকের ব্যাকআপ লিটন

স্পোর্টস রিপোর্টার ॥ মুশফিকুর রহীম হঠাৎ করে আঙ্গুলে চোট পাওয়ায় বাংলাদেশ শিবিরে চিন্তা ঢুকে যায়। সেই চিন্তা এখন দূর হয়েছে। তবে আজ শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিংটা করলেও মুশফিক সানন্দে উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে পারবেন এর নিশ্চয়তা নেই। আর তাই দলে লিটন কুমার দাসকে শেষ মুহূর্তে নেয়া হয়েছে। মুশফিক উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে না পারলেই লিটন সেই দায়িত্ব পালন করবেন। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও তাই জানিয়েছেন। বলেছেন, ‘ব্যাকআপ হিসেবে রাখা হচ্ছে লিটনকে। কারণ যদি (মুশফিকের) ব্যথাটা বাড়ে, ফোলা থাকে ওইরকম কোন অসুবিধা হয় তাহলে আমাদের ব্যাকআপ প্ল্যানটা যেন ঠিক থাকে। এই কারণেই লিটনকে আনা। কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে মুশফিক ভাই খেলবেন এবং দুইটাই করবেন। যদি মুশফিক ভাই না কিপিং করতে পারেন, খুবই আনলাইকলি যে করতে পারবে না। যদি সেটা না পারে তাহলে লিটন কিপিং করবে। আর কিপিং করে ওপেন করাটা তার জন্য খুবই ডিফিকাল্ট হবে।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার অনুশীলন করতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। মুশফিকের এ চোট পাওয়ায় একটু হলেও বাংলাদেশ শিবিরে অস্বস্তি বিরাজ করেছে। অনুশীলনে বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন তিনি। তবে স্বস্তির বিষয় হলো বৃহস্পতিবারই ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিক। দ্বিতীয় টেস্টে ব্যাটিংও করবেন। তবে উইকেটরক্ষকের ভূমিকায় মুশফিককে নাও দেখা যেতে পারে। সেক্ষেত্রে লিটনকেই এ ভূমিকায় দেখা যেতে পারে। যদি মুশফিক উইকেটরক্ষকের দায়িত্ব পালন না করেন। সম্প্রতি টেস্টে ভাল ফর্মে আছেন মুশফিক। জিম্বাবুইয়ের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টে করেছিলেন অপরাজিত ডাবল সেঞ্চুরি (২১৯*)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে অবশ্য দুই ইনিংস মিলিয়ে ২৩ রানের বেশি করতে পারেননি। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। মিরপুর টেস্ট জিতলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। এমন মুহূর্তে মুশফিকের ব্যাটিংটা খুবই জরুরী। আর তাই বেশি অসুবিধা হলে মুশফিক ব্যাটিংই শুধু করবেন। উইকেটকিপিংয়ে মুশফিকের ব্যাকআপ হিসেবে থাকবেন লিটন।
×