ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রূপকল্প-২০২১ বাস্তবায়নে দু’প্রকল্পের কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৬:২৮, ৩০ নভেম্বর ২০১৮

রূপকল্প-২০২১ বাস্তবায়নে দু’প্রকল্পের কার্যক্রম শুরু

প্রধানমন্ত্রীর ‘রূপকল্প-২০২১‘ সফল বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার পরিকল্পনার পাশাপার্শি বিদ্যুত শক্তির উৎপাদনমুখী ও দক্ষ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে গ্রামীণ জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উদ্যোগে এডিবির মাধ্যমে ‘জাপান ফান্ড ফর পোভার্টি রিডাকশন’ (জেএফপিআর) থেকে প্রাপ্ত ২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান, জিওবি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অর্থায়নে ‘গ্রামীণ জীবনমান উন্নয়নে বিদ্যুত শক্তি’ শীর্ষক প্রকল্পটি ৫টি পল্লী বিদ্যুত সমিতি এলাকায় পাইলট আকারে বাস্তবায়ন করা হবে। বর্ণিত প্রকল্পের আওতায় বিদ্যুত শক্তিভিত্তিক প্রায় ৫০ ধরনের ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টি করা হবে এবং ব্যবসা পরিচালনা করার জন্য ২শ’ উদ্যোক্তাকে ব্যবসাসংক্রান্ত সরঞ্জাম প্রদান করা হবে। সেচ মৌসুমে গ্রিডের ওপর বিদ্যুতের হঠাৎ অতিরিক্ত চাপ হ্রাস করা এবং ডিজেল চালিত পাম্প পরিহারের মাধ্যমে দূষিত পদার্থের নির্গমণ হ্রাস করার উদ্দেশে সরকার কৃষি সেচের জন্য সৌরচালিত পাম্পের ব্যবহার বিস্তারের ওপর গুরুত্বারোপের প্রেক্ষিতে সরকারের নির্দেশনায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), জিওবি, বিআরইবি এবং এডিবির অর্থায়নে ‘সৌর বিদ্যুত চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ’ শীর্ষক প্রকল্পের আওতায় ১০টি জেলার অন্তর্গত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ১০ টি পল্লী বিদ্যুত সমিতির ভৌগোলিক এলাকায় ২ হাজারটি বিভিন্ন ক্ষমতার সৌর বিদ্যুত চালিত পাম্প স্থাপন করা হবে। এটি বাস্তবায়নে ব্যয় হবে ৪০৭ কোটি ২০ লাখ টাকা; যার মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩৭ কোটি ৯৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব ১ কোটি ৬৩ লাখ এবং এডিবির প্রকল্প সাহায্য (ঋণ ও অনুদান) থেকে ৩৬৭ কোটি ৬২ লাখ টাকা। উপরোক্ত প্রকল্প দুটি সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের (অব) সভাপতিত্বে বাপবিবোর্ডের উর্ধতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারগণের উপস্থিতিতে গত ২৮ নবেম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ব্রিগেডিয়ার সবিহউদ্দিন আহমেদ হলে এক সভা অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি।
×