ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেসবুকে তরুণীর আইডি হ্যাক করে টাকা দাবি

প্রকাশিত: ০৬:০৩, ৩০ নভেম্বর ২০১৮

ফেসবুকে তরুণীর আইডি হ্যাক করে টাকা দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে প্রেমের প্রলোভনে তরুণীর ফেসবুক আইডি হ্যাক করে পরে টাকা দাবি করায় এক হ্যাকারকে গ্রেফতার করেছে সিএমপি’র গোয়েন্দা বিভাগ। কোতোয়ালি থানাধীন নিউমার্কেট মোড় জলসা মার্কেটের সামনে থেকে ফেসবুক হ্যাকার (প্রতারক) খালেদ মাহমুদকে গ্রেফতার করেছে গোয়েন্দা (উত্তর) বিভাগ। অভিযোগ রয়েছে, অপ্রাপ্ত বয়স্করা ফেসবুকে ও মেসেঞ্জারে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে নানা ধরনের ঝামেলায় জড়িয়ে পুলিশের কাছে ধর্ণা দিচ্ছে। সমাজ সচেতনদের মতে পরিবারের অসাবধানতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। ১৬ বছরের কেন, ১৮ বছরের নিচে কোন ছেলে বা মেয়ের হাতে মোবাইল থাকা ঠিক নয়। ফেসবুক ও ই-মেইল হ্যাক করার কৌশলে খালেদ মাহমুদ জানিয়েছে, বিভিন্ন মানুষের ফেসবুক হ্যাক করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে অশ্লীল ছবি ও অশ্লীল ভিডিও প্রকাশ করার হুমকি দেয়া হয়। তার নাম আদিল হলেও হ্যাকারির নাম আফরান। শখ করে সে হ্যাকিং শিখে। তার শিক্ষকের কাছেই সে হ্যাকিং শিখে। হ্যাকিং এ তার প্রথম টার্গেট ছিল তার প্রেমিকা। তার প্রেমিকা কার সঙ্গে চ্যাট করে। প্রথম টার্গেট সফল করার পর তার সাবেক প্রেমিকার আইডি হ্যাক করে। সেই থেকে সে একের পর এক ফেসবুক আইডি হ্যাক করে অর্থ আদায় করেছে নানা ভয়-ভীতি দেখিয়ে। এক্ষেত্রে কোন মেয়ে যদি তার প্রস্তাবে সাড়া না দেয় তাহলে অশ্লীল ছবি ও ভিডিও ছেড়ে দেয়ার কথা বলে চাঁদা আদায় করে। সামিয়াসহ তার প্রেমিকার সংখ্যা পাঁচজন। সে আরও জানায় যে কোন ফেসবুক বা ই-মেইল আইডি হ্যাক করতে তার সময় লাগে প্রায় ২-৫ মিনিট। স্কুল ও কলেজ পড়ুয়া মেয়েদের হ্যাক করাই তার টার্গেট। কারণ এরা সহজে ভয় পায় এবং টাকা দিয়ে ফেলে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সামিয়া হোসেন (১৬) নামের এক তরুণী গত কয়েকদিন আগে তার ফেসবুক আইডি হ্যাক করেছে বলে কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করে। সামিয়া হোসেন নামের এই আইডি গত কয়েক সপ্তাহ আগে হ্যাক করা হয়। হ্যাক করার পর আইডি পুনরায় ফিরে পাওয়ার জন্য আদিল নামের আরেকটি ফেসবুক আইডি থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। চাঁদার টাকা পাঠাতে একটি বিকাশ নাম্বারও দেয়া হয়। চাঁদার টাকা দিলে আইডি খুলে দেয়া হবে এমন তথ্যও দিয়েছে আদিল। আবার কয়েকদিন পরে পুনরায় আদিলের আইডি থেকে সামিয়ার মেসেঞ্জারে ২০ হাজার টাকা দাবি করা হয়। আবারও একটি বিকাশ নাম্বার দেয়া হয়। এবার আগামী ১ ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হয়। টাকা না দিলে সামিয়ার আইডিতে থাকা বিভিন্ন ছবি ও ভিডিও অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকিও দেয়া হয়। এমনকি নানা ধরনের ভয়-ভীতি প্রদান করা হয় সামিয়াকে। সামিয়ার এজাহারের ভিত্তিতে হ্যাকারকে গ্রেফতারে অভিযানে নামে গোয়েন্দা বিভাগ। বুধবার সন্ধ্যায় লোহাগাড়ার মিয়াজি পাড়া এলাকার নুরজাহান বাড়ির কুয়েত প্রবাসী মফিজুর রহমানের ছেলে মোঃ খালেদ মাহমুদকে আইনের আওতায় আটক করে নিয়ে আসে। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর সে জানায় চট্টগ্রাম সরকারী সিটি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ২য় বর্ষে পড়ে সে।
×