ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা হামলা মামলার চার্জ গঠনের শুনানি ৩০ জানুয়ারি

প্রকাশিত: ০৬:০২, ৩০ নভেম্বর ২০১৮

যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা হামলা মামলার চার্জ গঠনের শুনানি ৩০ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় চার্জ গঠনে শুনানির দিন পিছিয়ে ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। অন্যদিকে জ্ঞাত আয় বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাইকোর্টের দেয়া ৫০ লাখ টাকার অর্থদ- স্থগিত চেয়ে আপীল বিভাগে আবেদন করেছেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই ও বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানি ৩০ জানুয়ারি। বৃহস্পতিবার মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু হাইকোর্ট খালেদা জিয়ার পক্ষে মামলার কার্যক্রম স্থগিত করেছে জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস মোহাম্মদ আলী আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির নতুন তারিখ ৩০ জানুয়ারি ধার্য করেন। উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাত ৯টায় যাত্রাবাড়ীর ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হন ৩১ জন। এদের মধ্যে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নূর আলম নামে একজন মারা যান। ঘটনার পরদিন পরিকল্পনাকারী হিসেবে বিএনপির কেন্দ্রীয় ১৮ জন নেতাসহ ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন যাত্রাবাড়ী থানার এসআই কে এম নুরুজ্জামান। খালেদা জিয়ার নাম এজাহারে আসামির তালিকায় উল্লেখ করা না থাকলেও এজাহারের বক্তব্যের মধ্যে হুকুমদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছিল। মামলাটি তদন্ত করে ওই বছরের ১৮ মে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। হাফিজ ইব্রাহিমের আপীল ॥ জ্ঞাত আয় বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাইকোর্টের দেয়া ৫০ লাখ টাকার অর্থদ- স্থগিত চেয়ে আপীল বিভাগে আবেদন করেছেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই ও বিএনপির প্রাক্তন সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। বৃহস্পতিবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, হাইকোর্টের দেয়া রায়ে থাকা ৫০ লাখ টাকা অর্থদণ্ড স্থগিত চেয়ে ২৫ নবেম্বর আপীল বিভাগে আবেদন করেছেন হাফিজ ইব্রাহিম। এরপর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টিও বের হয়েছে। খুরশিদ আলম খান বলেন, বিচারিক আদালতের রায়ে হাফিজ ইব্রাহিমকে দুদক আইনের ২৭ (১) ধারায় ১০ বছর দণ্ড দেন। এছাড়া আইনের ২৬ (২) ধারায় তিন বছরের দণ্ড ও জরিমানা করেন।
×