ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়বেন জামাই-শ্বশুর

প্রকাশিত: ০৫:৫০, ৩০ নভেম্বর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়বেন জামাই-শ্বশুর

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জামাই-শ্বশুর দ্বন্দ্ব! দ্বন্দ্বের জের ধরে সড়কে দেয়া হয় আগুন-ব্যারিকেড। ঘণ্টাব্যাপী বন্ধ থাকে ঢাকা-সিলেট মহাসড়ক। অবর্ণনীয় দুর্ভোগে পড়ে সড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রী। অন্যান্য বিরোধের মতো নয়। ব্রাহ্মণবাড়িয়ার চিরাচরিত কোন দ্বন্দ্বও নয়। এ দ্বন্দ্ব একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। কে হবেন আসনটিতে মহাজোটের (নৌকা প্রতীক) দলীয় প্রার্থী? ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে কে নির্বাচন করবে জামাই না শ্বশুর? ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নেয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের রেজাউল ইসলাম। অনেকটা কাকতালীয়ভাবেই তিনি মনোনয়ন পান ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসন থেকে। এরপরই বহিরাগত প্রার্থী হিসেবে উল্লেখ করে ক্ষোভে-বিক্ষোভে ফেটে পড়ে নির্বাচনী এলাকার মানুষ। তার শ্বশুর বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা (জাতীয় পার্টি) যিনি বিগত নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। তিনিও বসে নেই। ঘোষণা দেন নির্বাচনের। এরপর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামাই-শ্বশুর দু’জনই মনোনয়ন দাখিল করেছেন। এ নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে চলছে অস্বস্তিকর অবস্থা। তবে সব হিসাব ছাপিয়ে এ আসটিতে নতুন রেকর্ড করেছে প্রার্থীরা। বিগত কোন নির্বাচনে এত সংখ্যক প্রার্থী প্রার্থিতা দাখিল করেননি। ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে আসনটিতে। শুধু বিএনপি থেকে জমা দিয়েছেন ৯ জন। এ আসনে আওয়ামী লীগের কোন প্রার্থী নেই। আসনটি মহাজোটের জন্য রেখে দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের ৬ মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা-১৭ আসনেও একই সংখ্যক ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছেন। শেষ দিন জেলার ৬ আসনে মনোনয়নপত্র জমা দেন ৮৬ জন প্রার্থী। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সবচেয়ে কম ৮ জন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে সর্বাধিক ২৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ১৬ জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১০ জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১৫ জন, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ১০ জন মনোনয়পত্র জমা দেন।
×