ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জ-১ আসনে

রেজা কিবরিয়ার মনোনয়নপত্র দাখিলে মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশিত: ০৪:৪২, ৩০ নভেম্বর ২০১৮

রেজা কিবরিয়ার মনোনয়নপত্র দাখিলে মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৯ নবেম্বর ॥ সাবেক অর্থমন্ত্রী মরহুম শামস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়নপত্র জমা দেয়ায় নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে উৎসাহ উদ্দীপনা। গতকাল বুধবার তিনি নিজেই উপস্থিত হয়ে গণফোরামের প্রার্থী হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে ওই পত্র জমা। এ সময় সাধারণ ভোটাররা নানা মন্তব্যের মধ্য দিয়ে ড. রেজা কিবরিয়াকে আগামী একাদশ সংসদ নির্বাচনে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ-বিএনপি ও জাপা (এ)’ র বিপরীতে জয়ের মালা ছিনিয়ে আনার সম্ভাবনা থাকার কথা ব্যক্ত করেন। এদিকে এই আসনে মহাজোটের অন্যতম শরিক দল জাপা (এ) প্রার্থী বর্তমান এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর পরিবর্তে প্রধান দল আওয়ামী লীগের পক্ষ থেকে প্রয়াত আওয়ামী লীগ নেতা মরহুম দেওয়ান ফরিদ গাজীর পুত্র দেওয়ান শাহনেয়াজ গাজী ওরফে মিলাদ গাজীকে মনোনয়ন দিলেও মনোনয়ন বঞ্চিত সংরক্ষিত মহিলা আসনের বর্তমান এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও বর্তমান অপর এমপি মুনিম বাবু স্বতন্ত্র থেকে তাদের মনোনয়নপত্র জমা দিয়ে এই আসনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। দলের নেতাকর্মীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এছাড়া একই ফ্রন্টের প্রধান দল বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি শেখ সুজাতও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
×