ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে নারী নির্যাতন মামলায় জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩০, ৩০ নভেম্বর ২০১৮

সীতাকুণ্ডে নারী নির্যাতন মামলায় জামায়াত নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৯ নবেম্বর ॥ সীতাকুণ্ডে নারী নির্যাতন মামলায় মোঃ জসিম উদ্দিন (৪৮) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বুধবার রাতেই জামায়াত নেতা নিজ বাড়ি কুমিরা কাজীপাড়া থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে সীতাকু- থানায় ২০১৪/১৫ সালে গাড়ি ভাংচুর ও গাড়িতে আগুন এবং নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেন সীতাকু- মডেল থানার সেকেন্ড অফিসার সোজায়েত হোসেন। সে উপজেলার ৭নং কুমিরা কাজীপাড়া এলাকার হাবিবুল হকের পুত্র। জানা যায়, প্রথম স্ত্রী/সন্তান ঘরে রেখে গোপনে ৫/২/২০১৭ সালে নবম শ্রেণীর ছাত্রী মর্জিনা আক্তারকে বিয়ে করেন জামায়াত নেতা জসিম উদ্দিন। প্রতারণামূলক মেয়ের পিতাকে না জানিয়ে অনেকটা বাধ্য করে বিয়ের পিরিতে বসান জামায়াত নেতা। বিয়ের পর থেকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল সে। বর্তমানে এই জামায়াত নেতার ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। মর্জিনা যখন তার উপযুক্ত স্ত্রী মর্যাদা দাবি করছিল, তখন থেকে শুরু হয় নির্যাতন। এরপর নির্যাতনের বিষয়টি মর্জিনা পিতা-মাতাকে জানালে, পিতা বেলাল উদ্দিন মেয়ের বাসায় আসে। এই সময় জামায়াত নেতা মর্জিনা ও তার পিতার কাছ থেকে জোরপূর্বক ৬টি নন জুড়িসিয়াল স্ট্যামে স্বাক্ষর করে নেয়।
×