ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় বাসচালক গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৯, ৩০ নভেম্বর ২০১৮

টাঙ্গাইলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় বাসচালক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৯ নবেম্বর ॥ বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার পাথাইলকান্দি বাসস্ট্যান্ডে বাসের ভেতর এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের তিন মাস পর ঘটনার মূল আসামি বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ভূঞাপুর ২নং পূর্ণবাসন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম খন্দকার ওরফে বিষু মিয়া (৪৫) একই এলাকার মৃত ইন্নছ খন্দকারের ছেলে। পরে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আলম খন্দকার টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। এ বিষয়ে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই কবিরুল হক জানান, ধর্ষণের ঘটনায় বাসের চালক দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত বাসের চালক দোষ শিকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। পরে আদালতের বিচারক তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইতোপূর্বে এই মামলায় আটককৃত বাসের সুপারভাইজার এরশাদ ও হেলপার নাজমুল বর্তমানে টাঙ্গাইল কারাগারে রয়েছে। উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানা বাসস্ট্যান্ডে চলতি বছরের গত ৩০ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে এক প্রতিবন্ধী নারী বাস থেকে নামছিল। এ সময় বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পরিবহনের চালক আলম মিয়া এবং সহকারী (হেলপার) নাজমুল হোসেন ওই নারীকে ফুঁসলিয়ে ও প্রলোভন দেখিয়ে বাস থেকে নামতে দেয়নি। এরপর বাসের হেলপার নাজমুল গেটে দাঁড়িয়ে পাহারা দেয় এবং চালক ওই নারীকে ধর্ষণ করে।
×