ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নামলেন মেয়র লিটন

প্রকাশিত: ০৪:২৮, ৩০ নভেম্বর ২০১৮

পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নামলেন মেয়র লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ফুটপাথ দলখমুক্ত ও নগর পরিচ্ছন্ন রাখতে এবার নিজেই মাঠে নামলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দোকানদার ও ফুটপাথের ব্যবসায়ীদের সতর্ক ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করেন এবং তাদের মধ্যে ডাস্টবিন বিতরণ করেন মেয়র। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর পর নগরীর রেলগেট থেকে শহীদ কামারুজ্জামান চত্বর হয়ে অলকার মোড়, রানীবাজার, সাহেববাজার জিরোপয়েন্ট ঘুরে বাটার মোড় হয়ে নিউ মাকের্টের হয়ে গোরহাঙ্গা এলাকা হয়ে নগর ভবনের সামনে দিয়ে দড়িখবরনা মোড় হয়ে কাদিরগঞ্জ গ্রেটার রোড পর্যন্ত এলাকা ঘোরেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় যাদের দোকানের সামনে ময়লা-আবর্জনা পাওয়া যায়, সেসব দোকানের ব্যবসায়ীদের সতর্ক করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। আর যারা ফুটপাথ পুরোটা দখল করে দোকান বসিয়েছেন তাদের নাগরকিদের হাটার জন্য ফুটপাথ ছেড়ে দিয়ে দোকান বসাতে নির্দেশ দেন তিনি।
×