ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবেক মিস মস্কো এখন মালয়েশিয়ার নতুন রানী

প্রকাশিত: ০৪:২৩, ৩০ নভেম্বর ২০১৮

সাবেক মিস মস্কো এখন মালয়েশিয়ার নতুন রানী

মালয়েশিয়ার রাজাকে বিয়ে করে দেশটির নতুন রানী হয়েছেন ২০১৫ সালের মিস মস্কো খেতাব জয়ী রুশ সুন্দরী ওকসানা ভোয়েভোদিনা। ইসলাম ধর্ম গ্রহণ করে মালয়েশিয়ার ৪৯ বছর বয়সী কেলান্তান রাজা পঞ্চম মুহাম্মদকে বিয়ে করেন ২৫ বছর বয়সী ওকসানা। দ্য সান। রাশিয়ার রাজধানীতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২২ নবেম্বরে তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছে ফক্স নিউজ। মালয়েশিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরে বিয়ে করেন রাজা। আর ওকসানা পরেন সাদা গাউন। বিয়ের পর হিজাব পরে রাজার সঙ্গে তোলা একটি ছবিও টুইট করেন ওকসানা। ২০১৬ সাল থেকে মালয়েশিয়ার সিংহাসনে রয়েছেন রাজা মুহাম্মদ। ডাক্তার কন্যা ওকসানার সঙ্গে তার প্রথম কোথায় সাক্ষাত ঘটেছিল তা জানা যায়নি। রাজবধূ হওয়ার আগে ওকসানা বলেন, ছোট থেকেই খানিকটা ডানপিটে ছিলেন তিনি। স্কেটার ও বাইকারদের পছন্দ করতেন। প্রতিযোগী মনোভাবাপন্ন পুরুষদেরকেই তার পছন্দ ছিল। তিনি বলেন, ‘আমি মনে করি, পুরুষদের উচিত পরিবারের কর্তার ভূমিকা পালন করা এবং নারীর চেয়ে তার আয় কম হওয়া উচিত নয়।’
×